1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রুস, স্প্রিংস্টিন

৬ মার্চ ২০১২

ই স্ট্রিট ব্যান্ডের ‘বস্’ এবার তার গানের একটি নতুন বিষয় খুঁজে পেয়েছেন: অর্থনৈতিক অসাম্য৷ নতুন অন্যায়ের বিরুদ্ধে পুরনো শক্তিতে গর্জে উঠেছেন রুষ্ট রক নায়ক৷ অ্যালবামের শীর্ষক: ‘রেকিং বল’৷

https://p.dw.com/p/14Fos
ছবি: AP

রেকিং বল হল লোহার চেনে লাগানো সেই ধরণের বিপুল ওজনের লোহার বল, যা দিয়ে পুরনো বাড়িঘর ভাঙা হয়৷ তিন দশক আগে স্প্রিংস্টিনের একটি গানের উপজীব্য ছিল: দূরের অর্থনৈতিক ঘটনাবলির ফলে একটি ছোট্ট মার্কিন শহর বিধ্বস্ত৷ এক পরিবার সেই শহর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে৷ বাবা তার ছোট ছেলেকে শেষবারের মতো দেখাচ্ছেন দুজনেরই জন্মের শহর৷

গানটির মূল সুর ছিল দুঃখের, বিষাদের৷ ত্রিশ বছর পরে সেই ‘বর্ন ইন দ্য ইউএসএ' স্প্রিংস্টিন কিন্তু আর বিষণ্ণ নন, তিনি ক্রুদ্ধ৷ তাই তার নতুন গান ‘ডেথ টু মাই হোমটাউন'-এ তিনি সেই সব ‘ডাকাত ব্যবসায়ী এবং লোভী তষ্করদের' নরকে পাঠাতে চেয়েছেন, যারা এসে সকলের মাংস কেটে খায়, অথচ যাদের অপরাধের কোনো শাস্তি নেই, যারা এখনো স্বাধীন মানুষের মতো রাস্তাঘাটে চলাফেরা করে৷

স্প্রিংস্টিনের নতুন অ্যালবামের সুরেও সেই একই ঝনঝনা৷ তার আদত ই স্ট্রিট ব্যান্ডের কোনো সংগীতশিল্পীই এখানে উপস্থিত নেই৷ প্রযোজক বদলেছে৷ নতুন সাথীদের মধ্যে নাম করতে হয় গিটারে টম মোরেল্লো'র৷ তবে ওয়ার্কিং ক্লাস হিরো ব্রুস স্প্রিংস্টিন নিজেও এককালে খেটে খাওয়া মানুষ ছিলেন৷ নিজের শার্টের ওপর ঘামের অনুভূতি তার ভালো লাগত৷ নতুন অ্যালবামে সেই ওয়ার্কিং ক্লাস হিরো যেন রাগে অন্ধ হয়ে গেছেন৷ ঠোঁট কামড়ে, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন৷

যে অ্যামেরিকায় ‘উই টেক কেয়ার অফ আওয়ার ওউন' - ‘আমরা আমাদের লোকজনদের দেখাশোনা করি' - এ অ্যামেরিকা তো সে অ্যামেরিকা নয়৷ এ অ্যামেরিকায় ‘জ্যাক অফ অল ট্রেডস' - যে সব কাজ করতে পারে - তেমন কাজের লোক হয়ে কোনো লাভ নেই৷ তবুও শেষে থেকে যাচ্ছে: ‘ল্যান্ড অফ হোপ অ্যান্ড ড্রিমস' - আশা এবং স্বপ্নের দেশ৷ কেননা - এবং এটাই অ্যালবামের শেষ গান: ‘উই আর অ্যালাইভ' - আমরা বেঁচে আছি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য