1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

১১ মে ২০১০

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পদত্যাগের পরই ঘোষণা হলো নতুন প্রধানমন্ত্রীর নাম৷ গত সপ্তাহের নির্বাচনে সর্বাধিক আসন জয়ী কনজারভেটিভ দলের শীর্ষ নেতা ডেভিড ক্যামেরন নতুন প্রধানমন্ত্রী নির্বচিত হয়েছেন৷

https://p.dw.com/p/NL7T
ডেভিড ক্যামেরনছবি: AP

এর আগে ব্রিটেনের সাধারণ নির্বাচনের পর জোট সরকার গঠনের লক্ষ্যে আলোচনা চলছিল৷ প্রশ্ন ছিল, লিব ডেম'রা জোটসঙ্গী হিসেবে কাকে বেছে নেবে – রক্ষণশীল না লেবার?

যে কোনো সাধারণ নির্বাচনের পর জোট সরকার গড়তে রাজনৈতিক দলগুলি কিছুটা সময় নিয়ে থাকে, যাতে সরকার টেকসই হয়৷ কিন্তু ইউরোপের বর্তমান আর্থিক সঙ্কট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সমস্যার মুখে ব্রিটেনে দ্রুত সরকার গড়ার জন্য চাপ বাড়ছিল৷ এই অবস্থায় মঙ্গলবারই আগামী সরকারের রূপরেখা স্পষ্ট হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহল থেকে শোনা গিয়েছিল৷

রক্ষণশীল ও লেবার – দুই পক্ষই উদারপন্থী লিব ডেম'দের সমর্থন পাওয়ার চেষ্টা করে৷ সংখ্যার বিচারে একমাত্র রক্ষণশীল ও লিব ডেম'দের পক্ষেই এক স্থিতিশীল জোট সরকার গড়া সম্ভব, কারণ সংসদে লেবার ও লিব লিব ডেম'দের যৌথ আসনসংখ্যা সরকার গড়ার জন্য যথেষ্ট নয়৷ সেক্ষেত্রে তাদের এক বা একাধিক দলের সমর্থনের প্রয়োজন হবে৷ তা সত্ত্বেও লিব ডেম'রা দুই বড় দলের সঙ্গেই সমান্তরাল আলোচনা চালিয়ে যায়৷ এই প্রথম সরকারে সামিল হওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় নি লিব ডেম'রা৷ শুধু একবার নয়, ভবিষ্যতেও যাতে তারা আবার ক্ষমতায় আসতে পারে, সেই লক্ষ্যে লিব ডেম'রা ব্রিটেনের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের কাজ এখনই সেরে ফেলতে চায়৷ রক্ষণশীল ও লেবার দলের মধ্যে যারা এই প্রশ্নে সবচেয়ে বেশি নমনীয়তা দেখাতো, তাদের সঙ্গেই জোট বাঁধতে চেয়েছিল লিব ডেম'রা৷ এটা তাদের কাছে কার্যত অস্তিত্বের প্রশ্ন৷ সেইসঙ্গে যে বড় দল জোট সরকারের অভিন্ন কর্মসূচির মধ্যে লিব ডেম'দের অন্যান্য দাবিগুলিকেও স্থান দিতে প্রস্তুত হবে, তাদের সঙ্গেই সরকার গড়তে চায় উদারপন্থীরা৷

লেবার দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী লিব ডেম'দের মন জয় করতে সোমবারই একগুচ্ছ প্রস্তাব রাখেন৷ প্রথমত, তিনি প্রধানমন্ত্রী ও দলের নেতা হিসেবে সরে যাবেন৷ নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রেও তিনি কোনো প্রভাব খাটাবেন না৷ দ্বিতীয়ত, নির্বাচনী আইন সংস্কারের প্রশ্নেও লেবার লিব ডেম'দের দাবি অনেকটাই মেনে নেবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম/সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক