1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরব ফেসবুক, ব্লগ

আরাফাতুল ইসলাম১ জুলাই ২০১৩

কনফেডারেশন কাপে ব্রাজিল এবং স্পেনের মধ্যকার ফাইনাল উপভোগ করেছেন অসংখ্য মানুষ৷ ৩-০ গোলের বড় ব্যবধানে স্পেনের হারে উচ্ছ্বসিত ব্রাজিলের সমর্থকরা৷ ফেসবুক, ব্লগে দেখা গেছে তাদের উচ্ছ্বাসের নমুনা৷

https://p.dw.com/p/18z8a
Brazil's Fred (9) celebrates after scoring a goal against Spain during their Confederations Cup final soccer match at the Estadio Maracana in Rio de Janeiro June 30, 2013. REUTERS/Marcos Brindicci (BRAZIL - Tags: SPORT SOCCER) / Eingestellt von wa
ছবি: Reuters

‘‘ব্রাজিল! ব্রাজিল!! ব্রাজিল!!!'' – এই হচ্ছে ব্লগার মঞ্জুর চৌধুরীর নিবন্ধের শিরোনাম৷ কমিউনিটি বাংলা ব্লগ আমার ব্লগে প্রকাশিত এই নিবন্ধে তিনি বাঙালির ফুটবল প্রেমের খানিকটা বর্ণনা করেছেন৷ ব্রাজিলের ভক্ত এই ব্লগার লিখেছেন, ‘‘অনেকেই জিজ্ঞেস করত, আমি কেন ব্রাজিলকে সমর্থন করি৷ আমি তাদের বলতাম, কারণ ব্রাজিল শুধু ফুটবলই খেলে না, প্রতিপক্ষকে নিয়েও খেলে৷''

Symbolbild Facebook Börsengang im Mai 2012 Mark Zuckerberg
বাংলা কমিউনিটিতে এখন ব্রাজিলের সমর্থক যে বেশি, সেটা ফেসবুক আর ব্লগ পর্যালোচনা করলেই টের পাওয়া যায় (প্রতীকী ছবি)ছবি: dapd

কনফেডারেশন কাপের ফাইনালে প্রিয় দলের অবস্থান সম্পর্কে মঞ্জুর চৌধুরী লিখেছেন, ‘‘উপরে লাফ দেয়ার ঠিক আগে মানুষকে নীচে নেমে আসতে হয়৷ নিজেদের ইতিহাসে ব়্যাংকিংয়ে তলিয়ে যাওয়া দলটি আজকে জোর গলায় ঘোষণা করলো, ফুটবল বিশ্ব! সাবধান! আমরা ফিরে আসছি!''

বাংলা কমিউনিটিতে এখন ব্রাজিলের সমর্থক যে বেশি, সেটা ফেসবুক আর ব্লগ পর্যালোচনা করলেই টের পাওয়া যায়৷ ফেসবুকে ব্রাজিল হ্যাশট্যাগে যত লেখা পাওয়া গেল তাতে ব্রাজিল বন্দনাই বেশি৷ জিয়াউল হক ফয়সাল যেমনটা লিখেছেন, ‘‘অবশেষে ব্রাজিল তার স্বমহিমায় ফিরে আসলো আর বুঝিয়ে দিল স্টাররা ব্রাজিলে খেলে না বরং ব্রাজিল রোনাল্ডো, কাকা, নেইমারদের মতো স্টার তৈরি করে৷''

ডয়চে ভেলের ফেসবুক পাতায় সিরাজুল ইসলামের মন্তব্য, ‘‘আমি ব্রাজিল সমর্থন করি সেই ১৯৮৮ বিশ্বকাপ থেকে৷ এটাই ব্রাজিলের আসল রূপ৷ ওরা যেকোনো মুহূর্তে গোল করতে পারে স্পেনের দুর্ভাগ্য তাই৷'' তবে স্পেনের ভক্ত শাফিন আব্দুল্লাহ মনে করেন, ‘‘(স্পেনের এই ভরাডুবির) কোনো কারণ নেই৷ একটা ম্যাচ হারতেই পারে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য