1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যাংকিং ব্যবস্থা মজবুত, তবে সংকট কাটেনি

২৯ অক্টোবর ২০১৪

ইউরো এলাকার বেশিরভাগ ব্যাংক ‘স্ট্রেস টেস্ট' পাশ করলেও ডিফ্লেশন নিয়ে ভয় দূর হচ্ছে না৷ এদিকে ফ্রান্স ও ইটালি অবশেষে বাজেট ঘাটতির নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে বলে জানিয়েছে৷ ইসিবি রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছে৷

https://p.dw.com/p/1DdLD
Mario Draghi im Europaparlament 22.09.2014
ইসিবি চেয়ারম্যান মারিও দ্রাগিছবি: Reuters/Yves Herman

প্রথম ব্যাংকিং সংকট থেকে শিক্ষা নিয়ে এমন পরিস্থিতি এড়াতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মূল ভিত্তি হলো ব্যাংকগুলির কাছে যথেষ্ট মূলধন থাকতে হবে, যাতে বিপদে পড়লে সরকারের দ্বারস্থ না হতে হয়৷ ব্যাংকগুলি সত্যি সংকট সামলাতে প্রস্তুত কিনা, তা জানার জন্য এক ‘স্ট্রেস টেস্ট' চালানো হয়৷ প্রতি পাঁচটির মধ্যে চারটি ব্যাংকই সেই পরীক্ষায় পাশ করেছে৷ আগামী ৪ঠা নভেম্বর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংকিং সুপারভাইজার'-এর দায়িত্ব গ্রহণ করার আগে এটা জানা জরুরি ছিল৷ তবে আপাতত ইউরো এলাকা লাগাতার ডিফ্লেশন ও তার পরিণাম নিয়ে বেশি চিন্তিত৷ ইসিবি প্রধান মারিও দ্রাগি আবার মন্দার আশঙ্কার কথা বলেছেন৷ ইউরোপীয় নেতারা যদি নিজেদের মতভেদ ভুলে কাঠামোগত অর্থনৈতিক সংস্কার করতে না পারেন, সে ক্ষেত্রে এমনটা ঘটতে পারে বলে মনে করেন তিনি৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন৷ ম্যার্কেল-এর নেতৃত্বে জার্মানি শুরু থেকেই সংস্কার, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করে আসছে৷ ফ্রান্স এই চাপের মুখে প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা করতে রাজি হয়েছে৷

Deutschland Steuereinnahmen Banknoten
উরো এলাকা লাগাতার ডিফ্লেশন ও তার পরিণাম নিয়ে বেশি চিন্তিতছবি: picture-alliance/dpa

ইইউ স্তরে সংশয়ের ফলে ফ্রান্স ও ইটালি নিজেদের বাজেট সংশোধনের পথে এগোচ্ছে৷ দুই দেশই নিজস্ব অর্থনীতিকে চাঙ্গা করতে বাজেট ঘাটতির নিয়ম ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল৷ ইউরো এলাকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে নিয়ে দুশ্চিন্তা কিছুতেই কাটছে না৷ দুই দেশের সরকারই অপ্রিয় সংস্কারের পথে এগোতে ভয় পাচ্ছে৷ কিন্তু আমূল সংস্কার ছাড়া শুধু সাময়িক ‘স্টিমুলাস' দিয়ে যে কোনো লাভ হবে না, সেই বোধ ক্রমশঃ আরও স্পষ্ট হয়ে উঠছে৷

এদিকে সোমবার দরপতনের পর মঙ্গলবার আবার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে ইউরোপের পুঁজিবাজার৷ জার্মানির শিল্প-বাণিজ্য সংক্রান্ত নেতিবাচক তথ্য বাজারকে কিছুটা ভাবাচ্ছে৷ গত ২২ মাসে ব্যবসায়িক আস্থার সূচক সবচেয়ে নীচু মাত্রা ছুঁয়েছে৷ তবে একই সঙ্গে জার্মানিতে ‘পার্চেজিং ম্যানেজার ইনডেক্স' বা পিএমআই বেড়েছে, ভোক্তাদের আস্থাও বেড়ে চলেছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক-এর ‘স্ট্রেস টেস্ট'-এ গত রবিবার বেশিরভাগ ব্যাংকই পাশ করায় বাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল৷ মঙ্গলবারও ইউরোপের বাজার সোমবারের ধাক্কা সামলে উঠেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য