1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রস্তুতি

১৪ আগস্ট ২০০৯

ফিনল্যান্ডের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান মেটসোর শাখা প্রতিষ্ঠান ভালমেট অটোমোটিভ এবং ফোরটাম এবার বৈদ্যুতিক গাড়ি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে৷ ২০১০ সালের জেনেভা মোটর গাড়ি প্রদর্শনীতে তাদের এই গাড়ি দেখানো হবে৷

https://p.dw.com/p/J9RW
ফাইল ফটোছবি: AP

দুই কোম্পানি অবশ্য বলছে, তারা নতুন ব্র্যান্ডের কোন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে না৷ তারা বরং নতুন ধরণের প্রযুক্তি গড়ে তুলবে৷ লক্ষ্য হল চারজন বসার উপযোগী একটি বৈদ্যুতিক গাড়ি বের করা যা একবার চার্জ করলেই ১৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে৷

ভালমেট অটোমোটিভ-এর প্রেসিডেন্ট ইলপো কর্হোনেন বলেন, ভালমেট অটোমোটিভ তার নিজস্ব ব্র্যান্ডের কোন কোন বৈদ্যুতিক গাড়ি চালু করতে যাচ্ছেনা৷ বরং তারা সার্ভিসের ক্ষেত্রে নতুন কিছু সমাধানসূত্র বের করতে চায়৷

দুই কোম্পানি বিদ্যুতচালিত এই গাড়ি তৈরি করতে তাদের সেরা প্রকৌশলীদের কাজে লাগাচ্ছে৷৷ তিনি এটিকে ভোক্তাদের জন্য কোম্পানির দেয়া উন্নততর সার্ভিসের প্রতিশ্রুতিরই একটি অংশ বলে জানান৷

নতুন এই বিদ্যুতচালিত গাড়ি দেখার জন্য গাড়ি প্রেমিকদের এখন অপেক্ষা করতে হবে আগামী বছর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মোটরগাড়ি প্রদর্শনী পর্যন্ত৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক