1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেসরকারি টেলিভিশন নীতিমালা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ জুন ২০১৩

তথ্যমন্ত্রী বলেছেন, বেসরকারি টেলিভিশনের খবর, টক শো ও অনুষ্ঠানের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যা শিগগিরই শেষ হবে৷ এ বিষয়ে বৈশাখী টেলিভিশনের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নীতিমালার নামে নিয়ন্ত্রণ আরোপ চলবে না৷

https://p.dw.com/p/18oz8
ছবি: picture-alliance/dpa

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদে বলেন, এই নীতিমালার উদ্দেশ্য হলো বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মান আরো উন্নত ও পেশাদারি করা৷ তাদের আরো স্বাধীন এবং বস্তুনিষ্ঠ করা৷ তিনি জানান, এই নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷

বৈশাখী টেলিভিশনের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, টক শো'তে কি আলাপ হবে, কি ধরনের খবর প্রচার করা হবে তা টেলিভিশন চ্যানেল কেন, কোনো সংবাদ মাধ্যমই কারুর উপদেশ বা নিয়ন্ত্রণের মাধ্যমে করবে না৷ এই নীতিমালা যদি পেশাগত উন্নয়ন এবং টেলিভিশন চ্যানেলের উন্নয়ন ও স্বাধীনতার জন্য হয় তাতে আপত্তি নেই৷ তবে নিয়ন্ত্রণের জন্য হলে গ্রহণযোগ্য নয়৷ তিনি বলেন, সরকারের উচিত সমালোচনা সহ্য করার মানসিকতা তৈরি করা৷ আর টক শো'তে সরকারের মন্ত্রী বা সরকারি দলের নেতারাও থাকেন৷

তিনি বলেন, নীতিমালা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে৷ এ নিয়ে কয়েক দফা আলোচনাও হয়েছে৷ কিন্তু বেসরকারি টেলিভিশন চ্যানেলের মতামতকে উপেক্ষা করে এক তরফাভাবে নীতিমালা তৈরি করা হলে, তা গ্রহণযোগ্য হবে না৷

সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে সংবাদ মাধ্যমও এখনো নিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে৷ সরকারি এবং বিরোধী দল উভয়ই সংবাদমাধ্যমকে প্রায়ই উপদেশ দেয়৷ কিন্তু সংবাদমাধ্যমের জবাবদিহিতা তার গ্রাহক ও সাধারণ মানুষের কাছে৷ তারা প্রতিদিনই জবাবদিহি করছেন৷ তাই বেসরকারি টেলিভিশনের উন্নয়নের জন্য যেন নীতিমালা হয়, নিয়ন্ত্রণের জন্য নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য