1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টি চাই ভারতের, নইলে সর্বনাশ

২৭ এপ্রিল ২০১৩

আসছে বর্ষা কাল৷ ভারতের জন্য এবার কি বার্তা নিয়ে আসবে? প্রবৃদ্ধির পথে এগিয়ে চলা? নাকি খরায় কোটি মানুষের দুর্বিষহ জীবনযুদ্ধ? আশা আর আশঙ্কার দোলাচলেই এখন ভারত৷

https://p.dw.com/p/18NyX
ছবি: Corbis

গত বছর মোটামুটি ভালো বৃষ্টি হলেও কোথাও কোথাও অনাবৃষ্টির ফলে তীব্র সংকটও দেখা দেয় ১২০ কোটি মানুষের এই দেশে৷ গ্রামাঞ্চল ছেড়ে কৃষকেরা দলে দলে চলে যেতে বাধ্য হন পার্শবর্তী শহরে৷ মুম্বই বা এরকম বড় শহরগুলোতেই চাপটা পড়ে বেশি৷ খরা হলে ক্ষেতে ফসল ফলানো যায়না, ফসল না ফললে নিজেদের খাদ্য জোটেনা, তৃষ্ণা মেটানোর জন্য সামান্য পানি পাওয়ারও উপায় নেই, শহরে না গিয়ে তাঁরা করবেন কী!

এ বছরও দেখা দিতে পারে একই অবস্থা৷ আর যদি খরা হয়, তাহলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ২ ভাগ কমে যেতে পারে৷ ‘২' সংখ্যাটি ছোট হলেও এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশে তার প্রভাবটা পড়বে ব্যাপক৷ এ বছরের চার মাস শেষ হতে চলল৷ অথচ এখনো দেশের অনেক অঞ্চলই গত বছরের প্রয়োজনের তুলনায় কম বৃষ্টির ক্ষতি ঝেড়ে ফেলতে পারেনি৷ ব্যবসা-বাণিজ্য, শহরাঞ্চলের জনজীবন – সব ক্ষেত্রেই পড়ে অনাবৃষ্টির প্রভাব৷

Indien Dürre Trockenheit Junge Kuh Bauer
খরা হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ ভাগ কমে যেতে পারেছবি: AP

মহারাষ্ট্রের রঘুবীর মোটরসের ম্যানেজার কমলকান্ত দেশমুখ৷ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করতে হয় তাঁকেও৷ গত বছর থেকে সেই যে হিরো হন্ডা বিক্রি কমেছে, তা বাড়ার আর লক্ষণই নেই৷ তবে জুন এগিয়ে আসছে বলেই উপার্জন একটু বাড়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে৷ জুন থেকে সেপ্টেম্বর – এ সময়টা তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ৷ তখন ভালো বৃষ্টি হলে কৃষিজীবীদের হাতে দুটো বাড়তি টাকা আসবে, তাঁদের কেউ কেউ আসবেন আবার রঘুবীর মোটরসে, হিরো হন্ডা কিনতে – এ আশাতেই বুক বেঁধেছেন কমলকান্ত৷

এ তো গেল মানুষের ভোগান্তির কথা৷ ভারতে কৃষি কাজ এবং কৃষিজীবীদের জীবনের সঙ্গে আদিকাল থেকেই জড়িয়ে আছে গরু৷ কিছু কিছু রাজ্যে গরুর বেঁচে থাকাও অসম্ভব করে তোলে অনাবৃষ্টি৷ বৃষ্টি না হলে ধান, গমের মতো যেসব খাদ্যশস্য থেকে তাদেরও খাবার আসে, সেই ফসল ফলেনা৷ সেরকম হলে গরুই বা বাঁচে কী করে! যেসব রাজ্যে সবচেয়ে বেশি আখের ফলন হয় মহারাষ্ট্র সেগুলোর একটি৷ গত বছর বৃষ্টি না হওয়ায় আয়-উপার্জন কমে যাওয়ায় শত শত মানুষ ছুটে গেছেন মুম্বইয়ে৷ যাঁরা ছিলেন তাঁদের লড়তে হয়েছে দু'রকমের লড়াই৷ নিজেদের এবং সেই সঙ্গে হালের বলদ, লাঙ্গল টানার গরুগুলোকে বাঁচানো৷ গরুদের বাঁচাতে ঘাস না পেয়ে আখ কিনতে হয়েছে তাঁদের৷ কিন্তু সেই আখই বা পাবেন কোথায়, রাজ্যে যে তখন আখও নেই৷ এমন পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে আখ কিনে আনতে হয়েছিল রাজ্য সরকারকে৷

এবারের বর্ষাকাল কি সংকট আরো বাড়াবে? গত শুক্রবার বিশ্বের বিশেষজ্ঞ আবহাওয়াবিদরা শুনিয়েছেন খুব বড় এক আশার কথা৷ তাঁরা মনে করছেন, এ বছর ভারতে ভালো বৃষ্টিই হবে৷ তাঁদের পূর্বানুমান সত্যি হলেই ভালো, না হলে ভারতে জন্য সমূহ বিপদ৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য