1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুড়োদের যৌন আকাঙ্ক্ষা বেশি!

৭ ডিসেম্বর ২০১০

বুড়ো বলে তাদের সাধ আহ্লাদ থাকবে না এমনতো হতে পারেনা৷ কিন্তু সেই সাধের মধ্যে যৌনতার প্রতি ঝোঁক বেশি তাদের৷ তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকে শেষ বয়সে এই কর্মটি করতে পারেন না৷ সাম্প্রতিক এক গবেষণা এমন তথ্যই দিচ্ছে৷

https://p.dw.com/p/QR9H
যৌনতা শুধু যৌবনেই সীমাবদ্ধ নয়৷ এই ছবিটি অবশ্য বিখ্যাত পরিচালক রোমান পোলান্সকির যৌবনকালের (প্রতীকী ছবি)ছবি: picture alliance/dpa

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক জো হাইড৷ তিনি এবং তাঁর সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সি ২,৭০০ পুরুষের ওপর গবেষণা করেন সম্প্রতি৷ এতে দেখা যাচ্ছে, অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বিশেষভাবে আগ্রহী৷ তবে সুযোগের অভাবে সন্ন্যাসী অনেকে৷

জো এর দল, বৃদ্ধদের কাছে স্বাস্থ্য, সম্পর্ক আর যৌনকর্মের নানা প্রশ্ন নিয়ে হাজির হন৷ গবেষণায় অংশ নেয়া ৯০ থেকে ৯৫ বছর বয়সিদের অনেকে শারীরিকভাবে আর সক্ষম না হলেও মনে করেন, যৌনকর্ম গুরুত্বপূর্ণ৷

এই বয়সি পুরুষদের যৌনতায় বিশেষ ভূমিকা রাখছে টেস্টোস্টেরন হরমোন৷ এই হরমোন আরো অনেক কাজের সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে৷ গবেষণায় দেখা যাচ্ছে, বিশেষ হরমোন পরিবর্তনের থেরাপির মাধ্যমের বুড়োদের জীবনে অনেক পরিবর্তন আনা সক্ষম হতে পারে৷

এছাড়া গবেষণায় অংশ নেয়া শারীরিকভাবে সক্ষমদের ৪০ শতাংশ তাদের যৌন জীবন নিয়ে হতাশার কথা জানিয়েছেন৷ কেননা, নিয়মিত এই কাজটি তাঁরা করতে চাইলেও সুযোগের অভাবে হয়ে উঠছে না৷

ইন্টারনাল মেডিসিনের বার্ষিক সংস্করণে প্রকাশ পেয়েছে জো এর এই গবেষণা৷ এতে দেখা যাচ্ছে, অনেক পুরুষই শেষ বয়সে এসে আরো বেশি যৌনতায় আগ্রহী হয়ে ওঠেন৷ কিন্তু উপযুক্ত সঙ্গীর অভাব আর বয়সজনিত বার্ধক্য আটকে রাখছে তাদের৷

অবশ্য সবাই যে এই যৌনতা নিয়েই পড়ে আছেন তা কিন্তু নয়৷ ৭৫ থেকে ৯৫ বছর বয়সিদের একটি অংশ আবার মনে করেন, শেষ জীবনে এসব আর নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান