1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিয়ের মেলা’

৩১ মার্চ ২০১৩

বুলগেরিয়ায় রোমা উপজাতির প্রায় ১৮,০০০ মানুষের বাস৷ রোমারা বলে তারা নাকি ভারতীয় বংশোদ্ভূত৷ এরা ভবঘুরে উপজাতি অথবা জিপসি৷ এদের কন্যা পাত্রস্থ করার পদ্ধতিও কিছুটা আলাদা৷

https://p.dw.com/p/187Cp
ছবি: picture-alliance/dpa

এপি সংবাদ সংস্থার সংবাদদাতা গ্রেগরি কাটস্ বুলগেরিয়ার স্টারা জাগোরায় গিয়ে এক অদ্ভূত দৃশ্য দেখেন৷ যত্রতত্র ময়লা ফেলা এক গাড়ি রাখার জায়গায় রোমা সম্প্রদায়ের বিয়ের মেলা বসেছে৷ মাইকে জিপসি পপ গান বাজছে৷ তালে তালে নাচছে ছেলেরা আর মেয়েরা৷ তাদের বাবা-মায়েরা এদিক-সেদিক দাঁড়িয়ে বিষয়আশয়ের দিকটা স্থির করার জন্য পরস্পরের সঙ্গে গুরুগম্ভীর গলায় কথাবার্তা বলছেন৷

জিপসি মেয়েদের দেখলে আবার জিপসি সমাজকে রক্ষণশীল ভাবার কোনো উপায় নেই৷ অনেকের হয়ত ১৫ বছর বয়সই হয়নি, কিন্তু পরনে মিনিস্কার্ট অথবা মিনিড্রেস৷ সে ড্রেসের রংও আবার ইলেকট্রিক পিংক, টকটকে লাল কিংবা কটকটে হলদে, কোনো চকচকে সিন্থেটিক কাপড় দিয়ে তৈরি৷

মেয়েদের আবার সেই অনুপাতে মেক-আপ, মাস্কারা, কাঁচের গয়না, হাই হিলস৷ ছেলেরা টাইট ব্ল্যাক জিনস আর কালো লেদার জ্যাকেট পরে৷ যে হাজার দু'য়েক মানুষ এই বিয়ের মেলায় এসেছেন তাদের অনেকেই গাড়ির ওপর মাইক বসিয়ে জিপসি পপ বাজাচ্ছেন৷ গাড়ির ওপরেই হয়ত ছেলেরা আর মেয়েরা পাশাপাশি অঙ্গভঙ্গি করে নাচছে৷

Hochzeitsfeier in Bulgarien
বাজছে বিয়ের বাদ্যছবি: picture-alliance/dpa

মেয়েরা কিন্তু জানে, আজ তারা কোনো ছেলের মনে না ধরলে এখানে আসাটাই বৃথা৷ মায়েরা আবার খেয়াল রাখছেন, ড্রেসের হেমটা যেন বড় বেশি উঠে না যায়৷ মনে রাখতে হবে, রোমারা কিন্তু আসলে খুবই রক্ষণশীল, কিশোর-তরুণ ছেলেমেয়েদের পরস্পরের সঙ্গে মেলামেশার বিশেষ সুযোগ নেই৷

রোমাদের বুলগেরিয়ায় বলে কালাইঝি৷ রোমারা আবার গোঁড়া সনাতনপন্থি খ্রিষ্টান৷ ১৫ বছর হবার আগেই, কিংবা তারও আগে মেয়েদের স্কুল ছাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে থাকে, যা-তে তারা ছেলেদের সঙ্গে মেলামেশা না করতে পারে৷ বিয়ের মেলাতেও মেয়েরা ছেলেদের সঙ্গে নাচার এবং আলাপ করার সুযোগ পায় বটে, কিন্তু ছেলেটির পরিবারকে চেনারও সুযোগ পায়৷

মেলা শুরু হয় একটি ভদ্র, সভ্য নাচ দিয়ে: ছেলেরা একদিকে নাচে, মেয়েরা আরেকদিকে৷ মাঝে মাঝে হয়ত একবার হ্যান্ডশেক৷ কিন্তু আদতে এই বিয়ের মেলা ছিল একটি গরু-ভেড়া কেনাবেচার বাজারের পাশেই৷ এক প্রজন্ম আগে নাকি হবু কনেদের মঞ্চে উঠে দাঁড়াতে হতো, আর সেখান থেকেই তাদের নিলেম করা হতো!

হ্যাঁ, রোমাদের মধ্যে বরের পরিবারকেই নগদ মূল্যে কনেটিকে কিনতে হয়: তিন থেকে সাড়ে তিন হাজার ডলার, যদিও দাম নাকি এখন একটু পড়েছে৷ মেলাও তো হয় বছরে দু'বার৷ ছেলে-মেয়েদের এই বিয়ের মেলায় আসতে ভালোই লাগে৷ ইন্টারনেট কি ফেসবুকে চ্যাট করা যায় বটে, কিন্তু সরাসরি আলাপ কিংবা পাশাপাশি কোমর দুলিয়ে নাচতে পারা যায় কি? বাকিটা তো বাবামায়েরাই দেখছেন, কাজেই নিরাপদও বটে...

এসি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য