1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুড়ো-বুড়িদের দেখভাল নিয়ে সমস্যায় পড়েছে জার্মানি

২২ অক্টোবর ২০১১

সর্বাধুনিক চিকিৎসার কল্যাণে অন্যান্য শিল্পোন্নত দেশের মত জার্মানিতেও মানুষের আয়ু অনেক বেড়ে যাওয়ায় অতি বৃদ্ধ মানুষদের সংখ্যা বেড়ে গেছে৷ আর তাদের দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে সরকার৷

https://p.dw.com/p/12wtB
Vorbildlich: Altenheim der Caritas in Köln. Quelle: CBT GmbH
কোলন শহরের একটি বৃদ্ধাশ্রমের খাবার ঘরছবি: CBT GmbH

চক্রের ঘূর্ণন শুরু হয় সেই জন্ম লগ্ন থেকে৷ ছোটবেলা কাটিয়ে উঠে কৈশোর, তারপর যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, আর সবশেষে অনিবার্য মৃত্যু৷ এই ধ্রুব সত্য শুধু আপনার-আমার নয়, সবার জন্যই৷ কিন্তু, চিকিৎসা বিজ্ঞানের আধুনিকীকরণের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় অনেক বেশি৷ এতে ডাক্তার, ব্যাঙ্ক ও বিমা কোম্পানিগুলির পসার বৃদ্ধি পেলেও, দেখা দিয়েছে নতুন সমস্যা৷

জার্মান সমাজব্যবস্থায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর, বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব আমাদের দেশের মতো নয়৷ পশ্চিমের অন্যান্য দেশগুলির মতো এখানেও সামাজিক নিরাপত্তা বেশি৷ অর্থাৎ, জার্মানিতে বৃদ্ধ বাবা-মা বৃদ্ধাশ্রমে যাবেন অথবা তাদের নিজেদের খরচ নিজেরাই বহন করবেন – এটাই স্বাভাবিক৷ কর্মজীবনের উপার্জনের সঙ্গে সামঞ্জস্য রেখে, এজন্য সরকারি ভাতাও পেয়ে থাকেন তাঁরা৷ তারপরও মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়া এবং তার সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বৃদ্ধ মানুষদের দেখাশোনা করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে৷

তাই সম্প্রতি পরিবারে বৃদ্ধ-বৃদ্ধা থাকলে, তাঁদের দেখাশোনা ও যত্নের জন্য চাকুরিজীবী ছেলে-মেয়ে বা স্বজনদের কাজের সময় কমিয়ে আনার চিন্তা-ভাবনা করছে সরকার৷ গত বৃহস্পতিবার, জার্মান সংসদে এ নিয়ে আলাপ-আলোচনাও হয়েছে৷ সন্তানদের দেখাশোনার জন্য যেমন বিশেষ আইন আছে, ঠিক তেমনই এবার বৃদ্ধ বাবা-মা বা আত্মীয়স্বজনদের যত্ন নেওয়ার জন্য আইন তৈরির ব্যাপারে উঠে-পড়ে বসেছে জার্মানি৷ তবে শুধু পরিবারের সদস্যদের জন্য আইন প্রণয়নই নয়, যাঁরা বৃদ্ধাশ্রমগুলিতে কাজ করেন অথবা বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোমে বয়স্ক মানুষদের সেবা করেন – তাঁদের বিশেষ সুযোগ-সুবিধা দিতেও এগিয়ে এসেছে সরকার৷

Die Sozialministerin aus Mecklenburg-Vorpommern, Manuela Schwesig (SPD), spricht am Donnerstag beim Besuch des AWO-Pflegeheims Schelfwerder in Schwerin mit der 88 Jahre alten Bewohnerin Gertraud Krause. Die Zahl der Pflegebedürftigen in Mecklenburg-Vorpommern wird sich nach Angaben des Sozialministeriums in den kommenden Jahren auf etwa 100.000 verdoppeln. Beim ersten landesweiten Tag der Pflege wollen die rund 200 Pflegeeinrichtungen und Altenpflegeschulen im Land ihre Türen für Schüler öffnen und für die Pflegeberufe werben. Allein in den 120 Einrichtungen der Wohlfahrtsverbände würden bis 2015 etwa 1000 Pflegekräfte altersbedingt ausscheiden. Foto: Jens Büttner
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

সাধারণত এ ধরণের পেশার প্রতি আগ্রহ দেখা যায় না তরুণ প্রজন্মের মধ্যে৷ আর দেখা যাবেই বা কেন? দিন নেই, রাত নেই – যে কোনো সময় ডিউটি, ছোট ‘টিম' অথচ বেশি কাজের চাপ, তার ওপর আবার কম মাইনে – সব কিছু মিলিয়ে এ পেশা খুব একটা আকৃষ্ট করে না তাঁদের৷ তাই জার্মানির অনেক পরিবার বা বৃদ্ধ-বৃদ্ধারা অর্থের বিনিময়েও ভালো ‘কেয়ারটেকার' বা ‘নার্স'-এর সন্ধান পান না৷ এ জন্য সরকারের তরফ থেকে এ ধরণের পেশাকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা হচ্ছে৷

জার্মান নার্সিং কাউন্সিল-এর কর্মকর্তা আন্দ্রেয়াস ভেস্টারফেলহাউস জানান, ‘‘সব সময়ই ডাক্তারদের স্বল্পতার কথা শোনা যায়৷ অথচ কেউই নার্স বা সেবক-সেবিকাদের অপ্রতুলতার কথা বলে না৷ অথচ ২০২৫ সালের মধ্যে জার্মানিতে আরো প্রায় তিন লক্ষ নার্সের প্রয়োজন৷ কোথা থেকে আসবেন তাঁরা?''

তাই স্বাভাবিকভাবেই এগিয়ে আসতে হবে সরকারকে৷ নার্সদের উপার্জন বৃদ্ধি করে, সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলে সম্ভব হবে আরো বেশি সংখ্যক মানুষকে এই পেশায় নিয়ে আসা৷ যদিও ডায়না আন্দ্রেজেভেস্কি'র মতে, ‘‘সেবার ইচ্ছে এবং আত্মত্যাগের একটা ভাবনা ছাড়া এ পেশায় আসার কোনো মানেই হয় না৷ ''

সত্যি, অন্যের সেবা করাকেই নিজের জীবনের মূলমন্ত্র বলে ধরে নিয়েছেন ডায়না৷ আর সে কারণে অন্য কিছু করার কথা ভাবতেই পারেন না তিনি৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক