1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ার খেতে খেতে সাইকেল চালানো খুব সহজ!

১১ মে ২০১১

পানীয় হিসাবে বিয়ার খুব ভালোবাসে জার্মানির মানুষ৷ আর কেনই বা নয়, এখানে যে কত ধরনের, কত ভিন্ন স্বাদের বিয়ার রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা! তাই বিয়ার নিয়ে মাতামাতি কিন্তু একবারে কম নয়৷ এমনি এক মজার কাণ্ড চলছে কোলন শহরে৷

https://p.dw.com/p/11DLl
Das Bier-Bike rollt am 17.06.2010 mit einer Gruppe Touristen durch Berlins Mitte. Für Betriebsausflüge und Junggesellenabschiede ist die rollende Theke mit 16 Plätzen der letzte Schrei. Dass die Gefährte mit integrierter Zapfanlage in Berlin und anderswo in Deutschland noch nicht längst von der Polizei aus dem Verkehr gezogen wurden, ist einzig der goldenen BierBike-Regel zu verdanken: Wer vorne lenkt und bremst, bleibt stocknüchtern. Foto: Klaus-Dietmar Gabbert dpa/lbn (zu dpa-Korr-Bericht: "Rollende Kneipen erobern Großstädte" vom 29.06.2010)
একেই বলে বিয়ার বাইকছবি: picture alliance/dpa

জার্মানরা বিয়ার খেতে যেমন ভালোবাসেন, ঠিক তেমনি ভালোবাসেন সাইকেল চালাতে৷ কিন্তু দুটি কাজ কী এক সঙ্গে করা সম্ভব? এমনিতে এটা সম্ভব নয়৷ কিন্তু সব অসম্ভবের বিপরীতে সম্ভব নামে একটা শব্দ থাকে৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ বিষয়টা কেমন? এই উত্তর জানতে একটু ঘুরে আসা যাক জার্মানির অন্যতম প্রাচীন শহর কোলনে৷ রাইন নদীর কোল ঘেঁষে হাজারো পর্যটক৷ হঠাৎ চমকে উঠতে হয় একটা গাড়ি দেখে!

আসলে সেটা যন্ত্রগাড়ি নয়৷ এটা একটা বাইক৷ বিয়ার বাইক! এখানে একটি চার চাকার গাড়িটি চালাচ্ছেন ষোল জন আরোহী৷ একটি গাড়ি আর ষোলজন ড্রাইভার! আসলে গাড়িতে স্থাপিত টেবিলের ঠিক নীচে রয়েছে প্যাডেল৷ সেই প্যাডেল অনবরত পা দিয়ে ঘুরিয়ে যাচ্ছেন তারা৷ সাইকেলের এই প্যাডেল গিয়ে বিশেষ গিয়ারের মাধ্যমে চার চাকাকে সচল রাখছে৷ আর সামনে একজন ড্রাইভার কেবল হুইলটা ধরে রেখে গতিপথ ঠিক রাখছেন৷ চলছে বিয়ার বাইক৷ গাড়িতেই রয়েছে বিয়ারের বড় পিপে৷ আর সেই পিপে থেকে পাইপের মাধ্যমে আসছে বিয়ার৷ পাইপের মাথায় লাগোনো কলের বিয়ার গিয়ে পড়ছে গ্লাসে আর হৈ হুল্লোড় করে সেই বিয়ার পান করছেন যাত্রীরা৷ আর সঙ্গে নানা ধরণের জার্মান লোক সংগীত তো রয়েছেই৷

Deutschland, Köln, BierBike. Copyright: Maksim Nelioubin. - - - Eingeschränktes Copyright: Nutzung ausschließlich für Bildgalerien und Reportagen des Autors. Weitere Nutzung nur nach Absprache mit Maksim Nelioubin. - - -
সামনে একজন ড্রাইভার কেবল হুইলটা ধরে রেখে গতিপথ ঠিক রাখছেন৷ চলছে বিয়ার বাইক৷ছবি: DW/Nelioubin

বিয়ার বাইক যে কেবল এই কোলন শহরেই রয়েছে, তাই নয়! এ ধরণের চলমান বিয়ার গার্টেনের দেখা মিলবে আরও অনেক জার্মান শহরে৷ এমন কী পাশের দেশ নেদারল্যান্ডস এবং ব্রিটেনেও দেখা যায় এই ধরণের যানটির৷ এবং এই যান চলে কেবল এই তপ্ত গ্রীষ্মেই৷ বিয়ার বাইক নামের একটি কোম্পানি এটি চালু করে জার্মানিতে৷ মজার এই যানের যাত্রীরা আনন্দের সঙ্গে বিয়ার পান করুন এটাই হলো মূল কথা৷

এই গাড়িটি চলছে জার্মানির আইন কানুন সব মেনে শুনেই৷ আরোহীদের বাইরেও এখানে যিনি থাকেন, যার দায়িত্ব ড্রাইভারের, তাঁকে কিন্তু বিয়ার বাইক চালাবার জন্য নিতে হয়েছে বিশেষ প্রশিক্ষণ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক