1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশ্বরূপম’ ছবি নিয়ে তোলপাড়

৩১ জানুয়ারি ২০১৩

ধর্ম বড় স্পর্শকাতর বিষয়৷ এটা ভারতের অভিনেতা, পরিচালক কমল হাসানও বুঝতে পারছেন৷ তাঁর ‘বিশ্বরূপম’ ছবি নিয়ে তোলপাড় চলছে তামিলনাড়ুতে৷ কমল হাসান জানিয়েছেন, ছবিটি সবাইকে দেখানোর লড়াই তিনি চালিয়ে যাবেন৷

https://p.dw.com/p/17VD4
GettyImages 158526658 Indian Bollywood actor Kamal Haasan (C) poses with actresses Pooja Kumar (R) and Andreah Jeremiah (L) during the promotion of the forthcoming dual language Tamil and Hindi film “Vishwaroopam” at a press conference in Mumbai on December 18, 2012. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

ভারতীয় চলচ্চিত্রের খুব পরিচিত নাম কমল হাসান৷ এক সময় ‘এক দুজে কে লিয়ে', ‘সাগর'-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করায় বলিউডের ছবির অনেক দর্শকই মনে রেখেছেন তাঁকে৷ কমল হাসান মূলত দক্ষিণ ভারতীয় ছবির জগতের সুপারস্টার৷ জনপ্রিয়তায় রজনীকান্তের চেয়ে হয়ত পিছিয়ে, কিন্তু অভিনয় দক্ষতায় অনেক এগিয়ে৷ মাত্র সাত বছর বয়সে রাষ্ট্রপতি পুরস্কার জেতা কমল পরে পদ্মভূষণও পেয়েছেন৷

Kamal Haasan Vishwaroopam
কমল হাসান জানিয়েছেন, ছবিটি সবাইকে দেখানোর লড়াই তিনি চালিয়ে যাবেনছবি: AFP/Getty Images

সেই তিনি তামিল ভাষার ছবি ‘বিশ্বরূপম' করে পড়েছেন ফ্যাসাদে৷ তামিলনাড়ুর সেন্সর বোর্ড ছেড়ে দিলেও কয়েকটি মুসলিম সংগঠন আপত্তি তোলায় ছবিটির মুক্তি নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার৷ আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি৷ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে – এ আশঙ্কায় রাজ্য সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে, নাকি ছবিটি মুক্তি দেয়া হবে – তামিলনাড়ুর হাইকোর্ট এ বিষয়ে রায় দেবেন আগামী ৬ই ফেব্রুয়ারি৷

ছবির মুখ্য অভিনেতা, পরিচালক এবং প্রযোজক কমল হাসান জানিয়েছেন আদালতের রায় পর্যন্ত তিনি অপেক্ষা করবেন৷ কিছু দৃশ্য কেটে ছবিটি মুক্তি দেয়াতেও আপত্তি নেই তাঁর৷ প্রয়োজনে ছবিতে যা দেখানো হয়েছে তার সমর্থনে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ আল-কুরআন নিয়ে আদালতে যেতেও রাজি কমল হাসান৷ এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেছেন, কমল হাসান যদি বিক্ষুব্ধ মুসলিম সংগঠনগুলোর সঙ্গে সমঝোতা করে ছবিটি মুক্তি দেন তাতে তিনি বা তাঁর সরকারের কোনো আপত্তি থাকবে না৷

কমল হাসান সেরকম সমঝোতার চেষ্টা না-ও করতে পারেন৷ সংবাদ মাধ্যমকে জয়ললিতার এ বক্তব্যের আগেই তিনি বলে রেখেছেন, তামিলনাড়ুতে যদি ছবিটি না চালানো যায় তাহলে তিনি ভারতের এমন কোনো রাজ্যে যাবেন যেখানে প্রকৃত ধর্মনিরপেক্ষতা আছে৷ আর কোনো রাজ্যই যদি সেরকম না হয়, তাহলে দেশের বাইরে চলে যাওয়ার কথাও ভাববেন তিনি, জানিয়েছেন কমল হাসান৷

Kamal Haasan
তামিল ভাষার ছবি ‘বিশ্বরূপম' করে ফ্যাসাদে পড়েছেন কমল হাসানছবি: AFP/Getty Images

প্রসঙ্গত, ‘বিশ্বরূপম' ছবিটির হিন্দি সংস্করণ ‘বিশ্বরূপ'-এর মুক্তি পাওয়ার কথা শুক্রবার, মুম্বই-এ৷ তাই ছবিটি দেখার জন্য জনসাধারণকে, বিশেষ করে নিজের ‘ফ্যান'-দের ইতিমধ্যেই টুইটার-এর মাধ্যমে আহ্বান জানিয়েছেন অন্যতম বলিউড অভিনেতা সালমান খান৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য