1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জার্মান ঢেউ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ জুলাই ২০১৪

বিশ্বকাপের ফাইনাল খেলবে এবার জার্মানি আর আর্জেন্টিনা৷ বাংলাদেশের ব্রাজিল ভক্তরা সেমিফাইনালে চরম হতাশার পর কিছুটা হলেও শোক কাটিয়ে উঠেছেন৷ তাঁদের কথা বিশ্বকাপের ফাইনাল দেখাতো আর বাদ দেয়া যাবে না৷ কারণ ফুটবলই বড় কথা৷

https://p.dw.com/p/1CbgK
ছবি: Alok Bose

ব্রাজিল ভক্তদের বড় অংশই এবার ফাইনালে জার্মানির দিকে ঝুঁকছে৷ জার্মানি ব্রাজিলকে হারালেও তাঁরা কোনোভাবেই আর্জেন্টিনার জয় হোক তা চান না৷

বাংলাদেশে সমর্থকদের সিংহভাগই আর্জেন্টিনা আর ব্রাজিলের৷ এর পরেই রয়েছে জার্মানি৷ কিন্তু এবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ব্রাজিল নেই৷ তাই ব্রাজিল ভক্তরা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেই অবস্থান নিয়েছেন৷

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের আড্ডা এমন কি অফিস আদালতে তুমুল আলোচনা চলছে৷ ইস্কাটনে মোবারকের চায়ের দোকানে আড্ডায় এখন কান পাতা দায়৷ সেখানেই একজন ব্রাজিল সমর্থক আবুল খায়ের রনির সঙ্গে কথা৷ তিনি জানালেন, রবিবার ফাইনাল খেলা দেখবেন এবং জার্মানিকে সমর্থন দেবেন৷ জার্মানি ব্রাজিলকে হারানোর পরও কেন তিনি ফাইনালে জার্মানিকে সমর্থন দিচ্ছেন, আর্জেন্টিনা কেন নয়? তাঁর সাফ কথা ফুটবলটা ব্রাজিল- আর্জেন্টিনার যুদ্ধ৷ তাই ফাইনালে আর্জেন্টিনা হারলে কিছুটা হলেও সুখ পাওয়া যাবে৷ কে জিতল বড় কথা নয় আর্জেন্টিনা হারল এটাই তাঁর কাছে বড়৷

নেইমার চান আর্জেন্টিনাই কাপ পাক৷ এমন কথার জবাবে আরেক ব্রাজিল ভক্ত ধানমন্ডির সোহানা রহমান জানালেন এটাতো ভদ্রতার কথা৷ তাঁর মনের কথা নয়৷ আমরা চাই জার্মানরা যেন এবার আর্জেন্টিনাকে চরমভাবে হারায়৷ আর তাহলেই কেবল আর্জেন্টিনার সমর্থকদের মুখ বন্ধ করা যাবে বলে মনে করেন তিনি৷

কারওয়ান বাজারের জেমসন মাহবুব আড্ডায় রীতিমত গবেষণা করে দেখাচ্ছেন কি কারণে জার্মানি কাপ পাবে৷ এই মাহবুব অবশ্য সেমিফাইনালের আগে গবেষণা করে দেখাতেন কিভাবে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে৷

তবে বাঁধন অধিকারীর কথা আলাদা৷ তিনি ব্রাজিলের পরাজয়ে দুঃখ পেলেও এখন দুঃখ ঘোচাতে চান কাপ ল্যাটিন আমেরিকায় রেখে৷ তিনি মনে করেন ফুটবলটা আসলে ল্যাটিন আমেরিকার৷ ওদের হৃদয়ে ফুটবল৷ তাই হৃদয় যেন না ভাঙে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে সমর্থক ফরম ছাড়া হয়েছে৷ হতাশ ব্রাজিল সমর্থকদের সমানভাবে আর্জেন্টিনা এবং জার্মান সমর্থকরা দলে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছে৷ তুলে ধরছে নানা যুক্তি৷ আর তাতে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে৷ সেখানে ব্রাজিল সমর্থকরা নানা তথ্য উপাত্ত তুলে ধরে আর্জেন্টিনাকে ঘায়েল করার চেষ্টা করছে৷ আর বলছে ফাইনালেই আর্জেন্টিনার ‘লাফালাফি' শেষ হবে৷ আরেকজন বলেছেন ফাইনালে জার্মানিকে সমর্থন দিলেও খেলা দেখবেন ব্রাজিলের জার্সি গায়ে৷

বিশ্বকাপের শুরুর দিকে ঢাকায় জার্মান পতাকা উড়তে দেখা গেছে, তবে কম৷ কিন্তু এখন তা বাড়ছে৷ গাড়িতেও কেউ কেউ জার্মানির পতাকা লাগিয়েছেন৷ জার্মানির ফুটবল দলের জার্সি গায়ে পরা তরুণদের বেশ দেখা মিলছে ঢাকায়৷ এরকম এক তরুণ মোস্তফা হয়দার জানান, তিনি গোড়া থেকেই জার্মানির ফুটবলের ভক্ত৷ কারণ জার্মান দল ব্যালেন্সড, দু'একজনের ওপর নির্ভরশীল নয়৷ তাঁর মত, ধীরে ধীরে বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের মোহ কাটছে, বাড়ছে জার্মান টোটাল ফুটবলের সমর্থক সংখ্যা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য