1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লামের বিদায়

১৯ জুলাই ২০১৪

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান দলের ক্যাপ্টেন ফিলিপ লাম জাতীয় দল থেকে অবসর নিতে যাচ্ছেন৷ মাত্র ৩০ বছর বয়সে তাঁর অবসরের ঘোষণায় বিস্মিত ফুটবল ভক্তরা৷

https://p.dw.com/p/1Cexo
Philipp Lahm Rücktritt Nationalmannschaft
ফিলিপ লামছবি: picture-alliance/Sven Simon

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ১১৩ বার মাঠে নেমেছেন৷ চতুর্থ বার জার্মানিকে বিশ্বজয়ের পথে নেতৃত্ব দিয়েছেন তিনি৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে খবরের নিশ্চয়তা জানিয়েছেন লামের এজেন্ট রোমান গ্রিল৷ লামের বরাত দিয়ে বলেন, লাম বলেছেন, ব্রাজিল বিশ্বকাপ চলার সময়ই তিনি ভেবেছিলেন এই বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ এবং চূড়ান্ত টুর্নার্মেন্ট৷'

স্কাই স্পোর্টস ডয়চলান্ডের টুইটার ফিডে লাম লিখেছেন, ‘‘এটা আমার জন্য সঠিক সময়৷ জাতীয় দলের সাথে প্রতিটি মুহূর্ত আমি ভীষণভাবে উপভোগ করেছি৷''

জার্মান ফুটবল ফেডারেশনও তাদের ওয়েবসাইটে এই খবরটি নিশ্চিত করেছে৷ ডিএফবি প্রেসিডেন্ট ভল্ফগাঙ নিয়ার্সবাখ বলেছেন, ‘‘শুক্রবার সকালে ফিলিপ আমাকে ফোন করেছিলেন এবং ব্যক্তিগতভাবে আমাকে অবসরের কথা জানিয়েছেন৷ লামের কথা শুনে আমার মনে হয়েছে, তাঁর মত পরিবর্তনের চেষ্টা করে কোনো লাভ নেই৷'' তিনি আরো বলেন, জাতীয় দলে ১০ বছর ধরে খেলা ফিলিপ অসাধারণ একজন খেলোয়াড়ই নন, খেলোয়াড়দের জন্য আদর্শ৷ ডিএফবি-র জন্য ফিলিপ যা করেছেন, সে জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানান৷

ক্লাব বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল-হাইনৎস রুমেনিগে ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে থাকা অবস্থায় এবং সাফল্যের শিখরে থেকে বিদায় – এর চেয়ে ভালো সময় আর হতে পারে না৷ তবে এটা ঠিক, লামের স্থলাভিষিক্ত হওয়ার মত কোনো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন৷''

মঙ্গলবার জার্মান দলের বিজয়ী বীররা যখন বার্লিন মাতান, তখনও হয়ত লামের হাসি মুখ দেখে কেউ ভাবতে পারেননি অবসরে যাওয়ার কথা ভাবছেন তিনি৷ তবে লাম এমন এক খেলোয়াড়, যাঁর পায়ে এসে ধরা দিয়েছে সাফল্য৷ চ্যাপিয়ন্স লিগের শিরোপা, ৬টি বুন্ডেসলিগা-র শিরোপা জয় এবং জাতীয় দলের ৬টি বিজয় তাঁর হাত ধরে৷

১৯৮৩ সালের ১১ই নভেম্বর লামের জন্ম মিউনিখে৷ দল এবং দেশের পক্ষে খেলাগুলিতে ফিলিপ লামকে বিভিন্ন অবস্থানে খেলানো হয়েছে৷ তবে জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভের বিবেচনায় ‘রাইট ব্যাক' অবস্থানের জন্যই সবচেয়ে উপযুক্ত ছিলেন তিনি৷ জাতীয় দলের পক্ষে ১১৩ বার মাঠে নামা লাম সবশেষ তাঁর সাফল্যের তালিকায় বিশ্বকাপ ট্রফি যোগ করেন৷

এপিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান