1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের বল থেকে জার্মানি বেশি সুবিধা আদায় করে নিয়েছে!

১৫ জুন ২০১০

এবারের বিশ্বকাপের বল জাবুলানিকে নিয়ে অভিযোগ আগে থেকেই ছিল, এবার ইংল্যান্ডের অভিযোগও তাতে যোগ হলো৷ তবে তাদের বক্তব্য হলো এই ফুটবল নিয়ে জার্মানি অন্যদের চেয়ে বেশি সুবিধা আদায় করে নিয়েছে৷

https://p.dw.com/p/NqmZ
বল হাতে অ্যাডিডাসের প্রধান নির্বাহী (বামে) ও বেকেনবাওয়ার (ডানে)ছবি: AP

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে চির প্রতিদদ্বন্দ্বী এই দুই দেশের৷ কিন্তু তার আগেই ইংল্যান্ডের ডিফেন্ডার জেমি ক্যারাঘার অভিযোগ করে বললেন, জার্মানি তুলনামূলকভাবে বাড়তি সুবিধা আদায় করেছে৷ অর্থাৎ ইংল্যান্ডের তুলনায় জার্মানির খেলোয়াড়রা অনেক আগে থেকেই নতুন জাবুলানি বল নিয়ে পরীক্ষা নিরিক্ষা করার সুযোগ পেয়েছে৷ উল্লেখ্য, এই জাবুলানি ফুটবলের প্রস্তুতকারক হচ্ছে অ্যাডিডাস কোম্পানি৷ অন্যদিকে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগাতেও ফুটবল সরবরাহ করে থাকে এই অ্যাডিডাস৷ বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই তারা বুন্দেসলিগাতে এই ফুটবল সরবরাহ করে আসছে৷ আর ইংলিশ দলের খেলোয়াড়ের অভিযোগটি এখানেই৷ আর হবেই না বা কেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে গোলরক্ষক গ্রিনের হাত থেকে বল ফসকে যাওয়ার কারণেই গোল খেতে হয় ইংল্যান্ড দলকে৷ আর তাই তাদের যত রাগ এখন এই বলের ওপর৷ জেমি ক্যারাঘার বলেন, এই বল নিয়ে জার্মান দলের খেলোয়াড়রা অনেক আগে থেকেই খেলছে৷ এবং এটা সত্য যে, এতে তারা বাড়তি সুবিধা পাচ্ছে৷ বলটি সত্যিই অন্য বলগুলোর চেয়ে আলাদা৷ কিন্তু আসল কথা হচ্ছে, ইংলিশ ফুটবলারদের এই ধরণের অভিযোগের ফিরিস্তি বোধহয় বিশ্ব ফুটবলে নতুন কিছু নয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক