1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের টিকিট এবার সুপারমার্কেটে

১৪ এপ্রিল ২০১০

১৫ই এপ্রিল থেকে বিশ্বকাপ ফুটবলের প্রায় ৫ লক্ষ টিকিট দক্ষিণ আফ্রিকার ৯টি শহরের সুপারমার্কেটে বিক্রি করা হবে৷

https://p.dw.com/p/Mw88
গোটা আফ্রিকা মহাদেশের কাছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফুটবলের আসর এক গৌরবের বিষয়ছবি: DW

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হতে বেশি দেরি নেই৷ ১১ই জুন থেকে ১১ই জুলাই চলবে এই বিশাল কর্মযজ্ঞ৷ এই ধরণের বিশাল প্রতিযোগিতা আমরা সবাই টেলিভিশনের পর্দায় উপভোগ করি বটে, কিন্তু মাঠে উপস্থিত থাকার আনন্দ বা রোমাঞ্চই আলাদা৷ কিন্তু টিকিট কীভাবে পাওয়া যায়? স্টেডিয়ামের সব টিকিট মোটেই খোলা বাজারে সবার জন্য বিক্রি হয় না৷ ফিফা'র নিয়ম অনুযায়ী এক কোটা ব্যবস্থার মাধ্যমে এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়৷ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলির প্রায় ৫ লক্ষ টিকিট এখনো পাওয়া যেতে পারে৷ ১৫ই এপ্রিল থেকে এই সব টিকিট বিভিন্ন সুপার মার্কেটে বিক্রি করা হবে৷ যে ৯টি শহরে ফুটবল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, শুধু সেই সব শহরেই এভাবে সর্বসাধারণের জন্য টিকিট বিক্রি করা হবে৷ তবে জোহানেসবার্গে ফাইনাল ম্যাচের টিকিট কিন্তু আপাতত পাওয়া যাবে না৷

WM Städte und Stadien der Fußball WM in Südafrika Johannesburg
ফাইনাল ম্যাচে জোহানেসবার্গের স্টেডিয়ামে উপস্থিত থাকার স্বপ্ন কে না দেখে?ছবি: AP

ফিফা'র সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত মোট ৪টি পর্যায়ে প্রায় ২২ লক্ষ টিকিট বিক্রি বা বিতরণ করা হয়েছে৷ ১৫ই এপ্রিল থেকে পঞ্চম ও শেষ পর্যায়ের টিকিট বিক্রি শুরু হবে৷ দক্ষিণ আফ্রিকার ফুটবল অনুরাগীরা যাতে মাঠে যাবার সুযোগ পান, তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷ তবে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রত্যাশার তুলনায় বিদেশ থেকে অনেক কম সংখ্যক মানুষ দক্ষিণ আফ্রিকায় আসছেন খেলা দেখতে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক