1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান নিখোঁজ হওয়ার এক মাস

৯ এপ্রিল ২০১৪

মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ বিমানটি হারিয়ে যাওয়ার পর পুরো এক মাস কেটে গেছে৷ বিভিন্ন তথ্য কখনো যেমন অনুসন্ধানে আশার আলো দেখিয়েছে, আবার কখনো ডুবিয়েছে গভীর হতাশায়৷ মঙ্গলবার পাওয়া গেছে নতুন দুটি সংকেত৷

https://p.dw.com/p/1BeCs
মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-২০০ বিমানছবি: imago/imagebroker

বুধবার থেকে আবারো তল্লাশি অভিযানে ঝাঁপিয়ে পড়েছেন অনুসন্ধানকারীরা৷ নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার নতুন আশায় বুক বেঁধেছেন তারা৷ সংকেত দুটির প্রথমটির স্থায়ীত্ব সাড়ে পাঁচ মিনিট এবং দ্বিতীয়টির স্থায়ীত্ব সাত মিনিট বলে জানা গেছে৷

মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন মার্ক ম্যাথিউস বলেছেন, ‘‘সমুদ্রের তলদেশে অনেক কিছুই হতে পারে৷ ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে পারে, ভেসে দূরে কোথাও চলে যেতে পারে এটি৷ তবে এটাও সম্ভব যে এটি কাছেও চলে আসতে পারে৷ তবে এটা বুঝতে হলে পানির তাপমাত্রা, লবণাক্ততা ও চাপ পরীক্ষা করে দেখতে হবে৷ কেননা এই তিনটি বিষয় শব্দকে প্রভাবিত করে৷''

Malaysian Airlines Suche nach Black Box 8.April
সাগরে ধ্বংসাবশেষের খোঁজ চলছেছবি: Reuters

বুধবার তল্লাশি অভিযান সমন্বয়কারী অস্ট্রেলীয় কর্তৃপক্ষের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অ্যানগাস হিউস্টন পার্থে সাংবাদিকদের জানান, ‘‘ব্ল্যাকবক্স থেকে দুটি নতুন সংকেত পাওয়ায় বিমানটির ধ্বংসস্তূপ খুঁজে পাওয়ার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে৷ কয়েক দিনের মধ্যেই আমরা বিমানের কিছু না কিছু অংশ খুঁজে পাবো বলে আশা করছি৷''

তিনি জানান, ‘‘অস্ট্রেলীয় জাহাজে থাকা চারটি মার্কিন ট্রান্সমিটার ডাটা রেকর্ডার থেকে দুটি সংকেত শনাক্ত করতে পেরেছে৷ আমাদের বিশ্বাস, আমরা সঠিক জায়গাতেই অনুসন্ধান চালাচ্ছি৷ সংকেতগুলো বিশ্লেষণ করে যেধরনের পরিষ্কার শব্দ পাওয়া গেছে তা কোন বিমানের ব্ল্যাক বক্সের এ ব্যাপারে তারা নিশ্চিত৷ তবে কোনো ধ্বংসাবশেষ না পাওয়া পর্যন্ত এটি নিখোঁজ বিমানটির ব্ল্যাকবক্স কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না৷'' ব্ল্যাক বক্সটি সমুদ্রের ৪.৫ কিলোমিটার গভীরে রয়েছে যেখানে অনুসন্ধান চালানো বেশ কঠিন কাজ৷ হিউস্টন এটাও স্বীকার করেন যে সময় দ্রুত ফুরিয়ে আসছে৷ ধারণা করা হচ্ছে, বিমানটির ককপিটের তথ্য-উপাত্ত সংরক্ষণে ব্যবহৃত ‘ব্ল্যাক বক্স' থেকে সংকেতগুলো ভেসে আসছে৷ ব্ল্যাক বক্সের ব্যাটারির মেয়াদকাল এক মাস৷

ভারত মহাসাগরের নির্দিষ্ট একটি অংশে অনুসন্ধানের লক্ষ্যে একটি ছোট ডুবুরিযান পাঠানোর আগ পর্যন্ত বর্তমান তল্লাশি-প্রক্রিয়া অব্যাহত থাকবে৷ ঐ শব্দের উৎস সন্ধানে অস্ট্রেলীয় নৌবাহিনীর জাহাজ ওশেন শিল্ড আরও কয়েক দিন ধরে অভিযান চালাবে৷

৮ই মার্চ ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মালয়েশীয় বিমান ফ্লাইট এমএইচ৩৭০ কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করে৷ কিন্তু যাত্রার ৪০ মিনিট পর ফ্লাইটটির সঙ্গে ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ এরপর থেকে বিমানটির কোনো তথ্য আর জানা যায়নি৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য