1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান ছিনতাই-এর আশঙ্কায় ভারতের বিমানবন্দরগুলোয় রেড এলার্ট

২২ জানুয়ারি ২০১০

ভারতের কোন যাত্রী বিমানকে সন্ত্রাসীরা ছিনতাই করতে পারে গোয়েন্দা সূত্রে খবর আসায় সারা দেশের ও পার্শ্ববর্তী দেশগুলির অ্যান্টি-হাইজ্যাকিং ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে৷ নিশ্ছিদ্র করা হয়েছে ভারতীয় বিমানবন্দরগুলির নিরাপত্তা৷

https://p.dw.com/p/Leju
(ফাইল ফটো)ছবি: AP

লস্কর-ই-তৈয়বা বা আল-কায়দা সন্ত্রাসীরা ভারতীয় বিমান সংস্থার কোন বিমান ছিনতাই করতে পারে গোয়েন্দা সূত্রে খবর আসায় দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে লাল সতর্কতা জারি করা হয়, বিশেষ করে ৮টি সার্ক দেশে চলাচলকারী ভারতীয় বিমান, সন্ত্রাসীদের প্রথম লক্ষ্য হতে পারে বলে গোয়েন্দা সূত্রের খবর৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের বিশেষ সচিব ইউ.কে বনশাল বার্তা মাধ্যমকে বলেন, দেশের ভেতরে অ্যান্টি-হাইজ্যাকিং বিশেষ ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে৷ দেশের ভেতরেই শুধু নয়, পার্শ্ববর্তী দেশগুলিকেও অনুরূপ ব্যবস্থা নিতে বলা হয়েছে৷ অসামরিক বিমান চলাচল বিভাগের নিরাপত্তা বিভাগ থেকে ডয়চে ভেলেকে জানানো হয় বিমানে ওঠার সিঁড়ির মুখে বাড়তি চেকিং বাধ্যতামূলক করা হয়েছে৷ উড়ানকালে মোতায়েন থাকবে স্কাই মার্শাল৷ যাত্রীদের মালপত্র হালকা রাখতে বলা হয়েছে৷ কাজে লাগানো হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ৷ বিমানবন্দরগুলিতে রয়েছে কমান্ডো বাহিনী৷ আর বাইরে আধা সামরিক বাহিনী৷ স্ট্যান্ডবাই রাখা হয়েছে সেনা বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের বিমানবন্দরে৷

অতিরিক্ত চেকিং আর অতিরিক্ত বিধি নিষেধের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বিমানযাত্রী ভি.কে ভার্মা ডয়চে ভেলেকে বলেন, অসুবিধা অবশ্যই হচ্ছে, তবে ১৯৯৯ সালের ইন্ডিয়ান এয়ারলাইনসের কান্দাহার বিমান ছিনতাই কান্ডের কথা মনে করলে এইসব বিধিনিষেধ হাসিমুখে মেনে নেওয়া যায়৷ আইপিএল ক্রিকেট অকশনে পাকিস্তানি খেলোয়াড়দের বাদ দেওয়ায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলির প্রতিহিংসা আরও বাড়তে পারে বলে ডয়চে ভেলের কাছে আশঙ্কা ব্যক্ত করেছেন কেউ কেউ৷

প্রতিবেদকঃ অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক