1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের খোঁজে মিনি সাবমেরিন

১৭ এপ্রিল ২০১৪

মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ উড়ালের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে তৃতীয় দফায় ভারত মহাসাগরে একটি মিনি সাবমেরিন প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অভিযান চালিয়েছে৷ অভিযানে পাওয়া তথ্য বিশ্লেষণের কাজ চলছে৷

https://p.dw.com/p/1Bjy7
ছবি: Reuters

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বৃহস্পতিবার বলেছেন, ‘‘বিমানটির ধ্বংসাবশেষ কোথায় রয়েছে তা বের করার জন্য এটি সবচেয়ে ভালো পন্থা এবং এটি নতুন একটি ধাপে প্রবেশ করেছে৷'' ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার পার্থের ২০০০ কিলোমিটার দক্ষিণে সাবমেরিনটি তল্লাশি চালিয়েছে৷ এক সপ্তাহের মধ্যে সাবমেরিনটির অনুসন্ধান শেষ হবে বলে জানান তিনি৷ যদি এর মধ্যে ধ্বংসাবশেষ খুঁজে না পাওয়া যায় তবে সাবমেরিন দিয়ে তল্লাশি অভিযান বন্ধ করা হবে বলে জানান৷ তবে অ্যাবোট এ কথাও বলেন যে, এতে কিছু খুঁজে পাওয়া না গেলে অন্যভাবে অনুসন্ধান শুরু করবেন তারা৷

এর আগে দু'বার মিনি সাবমেরিন দিয়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ভারত মহাসাগরে দুটি অভিযানের চেষ্টা হয়৷ তবে তা ব্যর্থ হয়৷ স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এবং ইলেকট্রনিক সিগনাল পাওয়ার পর মার্কিন নৌ-বাহিনীর সমুদ্রের তলদেশে যাতায়াতকারী যান ব্লুফিন-২১ দিয়ে বিমানের অনুসন্ধান চলছে৷ কিন্তু সাবমেরিনটির রেঞ্জ খুব কম এবং এ কারণে দুবার তার তল্লাশি বাধাগ্রস্ত হয়েছে৷

Bluefin 21 Unterwasser Roboter
যান্ত্রিকত্রুটির কারণে বুধবার সকালে দ্বিতীয় অভিযানটিও বন্ধ হয়ে যায়ছবি: Reuters

তৃতীয়বার সমুদ্রে নেমে কোনো বাধা ছাড়া অনুসন্ধান চালাতে সমর্থ হয়েছে সাবমেরিনটি৷ এটি যে তথ্য সংগ্রহ করেছে, সেগুলো এখন বিশ্লেষণ করে দেখা হচ্ছে৷ একই সঙ্গে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি চলছে৷ প্রথম দুটি অভিযান ব্যর্থ হওয়ায় সেখান থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি৷

মঙ্গলবার সকালে প্রথম অভিযানটি শুরু হয়৷ কিন্তু সমুদ্রের সংশ্লিষ্ট এলাকার গভীরতা সীমার বাইরে চলে যাওয়ায় অভিযানটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়৷ দ্বিতীয় অভিযানটি শুরু হয় গত মঙ্গলবার রাতে৷ যান্ত্রিকত্রুটির কারণে বুধবার সকালে তা বন্ধ হয়ে যায়৷

Unterwasser-Roboter Bluefin 21
এক সপ্তাহের মধ্যে সাবমেরিনটির অনুসন্ধান শেষ হতে পারেছবি: Reuters

অন্যদিকে, ভারত মহাসাগরের দক্ষিণে ১২টি বিমান এবং ১১টি জাহাজ ৪০,৩৪৯ বর্গ কিলোমিটার এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছে৷

স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা বলছিলেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে৷ দুর্ঘটনাস্থল অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে কয়েক হাজার কিলোমিটার পশ্চিমে৷

মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়৷ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করার এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য