1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি আর্থিক সাহায্য নিয়ে এনজিও’র রাজনীতি নয় - ডা: জাফরুল্লাহ্

১৬ সেপ্টেম্বর ২০১০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলির রাজনীতিতে জড়িয়ে পড়া উচিত নয়৷ কেউ রাজনীতি করতে চাইলে, তাকে রাজনৈতিক দলে যোগ দিতে হবে৷ বৈদেশিক সাহায্য নিয়ে রাজনীতি কখনই করা যাবে না৷

https://p.dw.com/p/PDpQ
রাজনীতিতে এনজিওগুলোর অংশগ্রহণের বিরোধী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাছবি: AP

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর পরই একটি বেসরকারি সংগঠন তার যাত্রা শুরু করে৷ নাম গণস্বাস্থ্য কেন্দ্র৷ অর্থাৎ, প্রায় ৩৮ বছর হয়ে গেল বাংলাদেশের এই অন্যতম প্রধান বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রটির৷ ডা: জাফরুল্লাহ্ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ২ নম্বর সেক্টরের বিশ্রামগঞ্জ হাসপাতালের ধারাবাহিকতায় তিনি প্রতিষ্ঠা করেন এই গণস্বাস্থ্য কেন্দ্র৷ বর্তমানে জার্মানি সফররত ডা: জাফরুল্লাহ্ চৌধুরী তাঁর দেশের মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাক্ষেত্রে প্রণীত জাতীয় ওষুধ নীতি, ১৯৮২-এর রূপকার৷

নানা কথার ফাঁকে, তাঁকে জিজ্ঞাস করেছিলাম এনজিও'গুলোর রাজনীতিতে জড়ানো প্রসঙ্গে৷ জবাবে তিনি বললেন, এনজিও'র রাজনীতিতে জড়িয়ে পড়া উচিৎ নয়৷ তাঁর কথায়, ‘‘আমার সংগঠন গণস্বাস্থ্য কেন্দ্রও তাই মনে করে৷'' তিনি বলেন, ‘‘কোন ক্রমেই বিদেশী আর্থিক সাহায্য নিয়ে রাজনীতি নয়, হতে পারে না৷''

তিনি বলেন, ‘‘রাজনীতি করতে হলে দেশে নানা ঘরাণার রাজনৈতিক দল রয়েছে, রয়েছে ডান, বাম বা মধ্যপন্থি দল৷ রাজনীতি করতে হলে সেই সব দলে যোগ দিতে হবে৷ এনজিও'র মাধ্যমে রাজনীতি, তা হতে পারে না৷'' তিনি প্রশিকার উদাহরণ টেনে বলেন, ‘‘সেই কারণেই প্রশিকার অপমৃত্যু হয়েছে৷ বিদেশের টাকা এনে এদেশে রাজনীতি হতে পারেনা৷''

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে ডা: জাফরুল্লাহ্ চৌধুরী'র বলেন, ‘‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আগে কেউ যদি ভিন্ন মত পোষণ করতো, তবে তাকে যেতে হতো জেলে৷ কিন্তু আজকাল, কেউ ভিন্নমত পোষণ করলে, বিশেষ করে কারুর যদি সমাজতন্ত্রের চিন্তা থাকে, বিপ্লবের চিন্তা থাকে - তারা বা তাদেরকে জেলে যেতে হয় না৷ তাদেরকে গুলি করেই মেরে ফেলা হয়৷ এক্ষেত্রে বিভিন্ন অজুহাত দেয়া হয়৷ বলা হয় তারা পালিয়ে যাচ্ছিলো... এভাবেও কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়েছে, বিনা বিচারে৷ অবশ্য চোর-ডাকাতও এক্ষেত্রে থাকে৷ কিন্তু তাদের ফাঁকে বামপন্থিদের হত্যা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয়৷'' অবশ্য তিনি বলেন, ‘‘আমি সকল ধরণের হত্যারই বিরুদ্ধে৷ আমি বলি, মানুষের বিচার হতে হবে৷ আমি যে মৃত্যুদন্ডেরও বিরুদ্ধে৷''

সাক্ষাৎকার ও প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ