1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজয়ের অনুষ্ঠান পণ্ড করতে চায় মাদ্রাসা শিক্ষার্থীরা

১৬ ডিসেম্বর ২০১১

বিজয়ের ৪০ বছর উপলক্ষ্যে এখন সারা বাংলাদেশে চলছে বিশেষ অনুষ্ঠান৷ জোর দাবি উঠছে যুদ্ধাপরাধীদের বিচারের৷ তবে এর মধ্যেও থেমে নেই সেসব অপরাধীদের সাঙ্গপাঙ্গদের কর্মকাণ্ড৷

https://p.dw.com/p/13U3y
বাংলাদেশের একটি মাদ্রাসাছবি: moviemento

আজই ব্রাক্ষণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢিল ছোঁড়া হয়েছে৷ লাঞ্ছিত করা হয়েছে সরকারি কর্মকর্তাকে৷ উদ্দেশ্য বিজয় দিবসের অনুষ্ঠান পণ্ড করা৷

জানা গেছে, বিজয় দিবস উদযাপন করতে আগামী রবিবার আয়োজন করা হয়েছে সেখানে বিজয় উৎসবের৷ কিন্তু সেটা করতে দিতে চায় না ব্রাহ্মণবাড়িয়ার কিছু মাদ্রাসা ছাত্র-শিক্ষক৷ সেজন্য তারা আজ শহরে মিছিল বের করে, যেটা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে৷ এসময় মিছিল থেকে জেলা প্রশাসকের বাসভবনে ইট ছোঁড়া হয়৷ লাঞ্ছিত করা হয় নির্বাহী হাকিম রাশেদুল হাসানকে৷ এছাড়া মিছিলকারীরা ছিঁড়ে ফেলে অনুষ্ঠানের পোস্টার৷

মিছিল শেষে এক পথসভায় ‘কওমী মাদ্রাসা ইসলামী ছাত্র ঐক্য পরিষদ'-এর সভাপতি হাফেজ মো. ইয়াহিয়া বলেন, ‘‘অশ্লীল নাচ-গান ব্রাহ্মণবাড়িয়ার পূণ্যভুমিতে হতে দেওয়া হবে না৷ যে কোনো মূল্যে এই কনসার্ট বন্ধ করা হবে৷'' উল্লেখ্য, ঐ কনসার্টে হৃদয় খান, এলআরবি, দলছুটসহ দেশের কয়েকজন জনপ্রিয় শিল্পীর সংগীত পরিবেশনের কথা রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য