1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা নির্বাচন

সমীর কুমার দে, ঢাকা২৭ ফেব্রুয়ারি ২০১৪

বিচ্ছিন্ন সহিংসতা আর বেশ কিছু কেন্দ্রে বিএনপির ভোট বর্জনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে৷ তবে সহিংস পরিস্থিতির কারণে মোট ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন৷

https://p.dw.com/p/1BGMz
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ৫২টি জেলার ১১৫টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়৷ যা শেষ হয়েছে বিকেল ৪টায়৷ সকালের দিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে দেখা যায়৷

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ এ সময় গুলিতে সাদ্দাম হোসেন (১৮) নামে এক কিশোর নিহত হন৷ সাদ্দাম ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী বলে জানা গেছে৷ বিএনপি অভিযোগ করেছে যে, বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আ ফ ম বাবুলের সমর্থকেরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্র দখল করার চেষ্টা চালান৷ এ সময় ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হকের সমর্থকেরা তাঁদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়৷ আর সে ঘটনাতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান সাদ্দাম৷

সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ টেলিফোনে ডয়চে ভেলেকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালিয়েছে৷ সাদ্দামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ঠিক কার গুলিতে সাদ্দামের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ তবে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি৷ এদিকে এ ঘটনার পর, ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে সহকারী রিটার্নিং অফিসার রহিমা খাতুন জানিয়েছেন৷

সকালের দিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে দেখা যায়
ছবি: Reuters

জানা গেছে, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সকালে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার চেগুরিয়া আনসার আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন৷ যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় ও কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের কর্মীরা৷ ঘটনার পর থেকে ঐ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে৷ মাগুরার শালিখা উপজেলার বয়রা-গোবরা পঞ্চপল্লি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশের কাছ থেকে একটি চাইনিজ এসএমজি চুরি হয়েছে৷ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় তিনজন পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে৷ এছাড়া বেশ কিছু কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ে ঘটনা ঘটেছে৷ আর বরিশালে ভোট বর্জন করে রবিবার হরতাল ডেকেছে বিএনপি৷

ওদিকে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখলের ‘মহোত্‍সব' চলেছে বলে অভিযোগ করেছে বিএনপি৷ দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘আমরা গত কয়েকদিন ধরে যে শঙ্কা ও উদ্বেগের কথা বলে আসছিলাম, আজ সকালে দুই ঘণ্টার মধ্যে ভোটকেন্দ্রে ক্ষমতাসীনদের তাণ্ডবে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে৷ আমাদের আশঙ্কাই সত্য হয়েছে৷'' তিনি বলেন, ‘‘প্রথম দফার নির্বাচনে বিরোধী দল সমর্থিত প্রার্থীদের বিজয়ে হতভম্ব হয়ে ক্ষমতাসীনরা নিজেদের অনুকূলে ফলাফল নিতে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে অবাধে সিল মারছে৷ এ যেন কেন্দ্র দখলের মহোত্‍সব৷''

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২৩ জানুয়ারি দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে৷ এর মধ্যে স্থানীয় ধর্মীয় উত্‍সবের কারণে কঙ্বাজারের মহেশখালীতে ১ মার্চ ভোট নেয়া হবে৷ এছাড়া আদালতের নির্দেশে চাঁদপুরের হাইমচরের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে৷ ১১৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫০০, ভাইস চেয়ারম্যান ৫০৬ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ এতে মোট ভোটার এক কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৬৮ জন৷ এঁদের মধ্যে নারী ভোটার ৯৭ লাখ ৮৭ হাজার ৭১৮ এবং পুরুষ ৯৮ লাখ পাঁচ হাজার ১৫০ জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য