1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচ্ছিন্নতাবাদীদের শায়েস্তার হুমকি

৩০ মে ২০১৪

বিচ্ছিন্নতাবাদীরা একটি হেলিকপ্টার ভূপাতিত করায় ইউক্রেনের ১২ জন সেনাসদস্য নিহত হয়েছে৷ যুক্তরাষ্ট্র মনে করে, বাইরে থেকে আধুনিক অস্ত্র না পেলে এমনটা হতো না৷ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের শায়েস্তা করা হবে৷

https://p.dw.com/p/1C9G5
Ukraine Donezk 29.5.2014
ছবি: Reuters

বুহস্পতিবার ইউক্রেনের স্লাভিয়ানস্কের কাছে একটি হেলিকপ্টার মিসাইল ছুড়ে ভূপাতিত করে রুশপন্থি বিচ্ছন্নতাবাদীরা৷ এ ঘটনায় ১২ জন সেনা সদস্য নিহত হয়৷ নিহতদের মধ্যে ইউক্রেনের ন্যাশনাল গার্ড ট্রেনিংয়ের প্রধান জেনারেল সেরহি কুলচিটস্কিও রয়েছেন বলে জানা গেছে৷ এক সপ্তাহ আগে দোনেৎস্কে ইউক্রেনের ২২ জন সেনা সদস্য নিহত হয়েছিল৷

বৃহস্পতিবার হোয়াইট হাউস বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক তৎপরতায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে৷ হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, বিচ্ছিন্নতাবাদীরা বহিঃশক্তির সহায়তা পাচ্ছে, বাইরে থেকে আধুনিক অস্ত্রও পাচ্ছে তারা৷ অস্ত্র সহায়তা দেয়ার জন্য অবশ্য সরাসরি রাশিয়াকে দায়ী করা হয়নি৷ জে কার্নে বলেন, ‘‘পূর্ব ইউক্রেনের চলমান সহিংশতার কারণে আমরা উদ্বিগ্ন৷ বিচ্ছিন্নতাবাদীরা এখনো বাইরে থেকে আধুনিক অস্ত্র এবং অন্যান্য সহায়তা পাচ্ছে এমন ইঙ্গিত উদ্বেগজনক৷’’

এদিকে ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘‘সন্ত্রাসী এবং ডাকাতদের হাতে আর একজন ইউক্রনবাসীর প্রাণও যাতে না যায়, তা নিশ্চিত করতে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে৷ এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য ইউক্রেনের জনগণের শত্রুদের শাস্তি পেতে হবে৷’’

এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

Ukraine Donezk 29.5.2014 rote Särge
দোনেৎস্ক পরিণত হয়েছে সমাধিস্থলে...ছবি: Reuters
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য