1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩৬ ঘণ্টার হরতালের ফাঁদে বাংলাদেশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ সেপ্টেম্বর ২০১৪

অনেক কথা আর আলোচনার শেষে সোমবার ঢাকাসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট৷ ৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের পর এটাই জোটের প্রথম হরতাল, যা ঘোষণা করা হয় শনিবার৷

https://p.dw.com/p/1DGhc
Bangladesch Landesweiter Streik BNP
(ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি জোট এই হরতাল পালন করছে৷ এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অপরসারণ বা অভিশংসনের ক্ষমতা সংসদকে দেয়া হয়েছে৷ এর আগে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ছিল প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে৷

বিএনপি আগেই বলেছে, এই সংশোধনীর মাধ্যমে সরকার বিচারব্যবস্থাকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷ তাই এই আইন পাসের ফলে দেশে বিচারব্যবস্থা বলে কিছু থাকবে না৷

জানা গেছে, শনিবার অনেকটা আকস্মিকভাবেই বিএনপি এই হরতালের সিদ্ধান্ত নেয়৷ এর আগে তারা ঢাকাসহ সারাদেশে ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করলেও, হরতালের পরিকল্পনা তাদের ছিল না৷ তবে সাম্প্রতিক সময়ে জোটে টানাপোড়েন এবং জোটে জামায়াতের অবস্থান বুঝতেই নাকি এই হরতাল দেয়া হয়েছে৷

Bangladesch Unruhen Partei BNP Proteste gegen Polizeigewalt
পুলিশ তটস্থছবি: Reuters

বিশেষ করে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের পর, বিএনপিতে জামায়াত নিয়ে সন্দেহ প্রবল হয়৷ সোমবারের এই হরতালে জামায়াত কতটুকু সক্রিয়ভাবে অংশ নেয়, সেটা দেখতে চায় বিএনপি৷

উল্লেখ্য, ৫ই জানুয়ারির নির্বাচনের পর বিএনপি জোট বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার' বলে অভিহিত করে৷ তারা সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য কঠোর আন্দোলনের কথা বলে আসছিল নির্বাচনের পরদিন থেকেই৷ কিন্তু কিছু সভা-সমাবেশ ছাড়া তাদের আর তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি৷ কারণ দলীয় নেতারা মনে করেন, সরকার বিরোধী কঠোর আন্দোলনের জন্য সংগঠন পুরোপুরি প্রস্তুত নয়৷

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘‘সরকার হামলা আর মামলার মাধ্যমে, দলীয় নেতা-কর্মীদের বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে৷'' রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, হরতাল বানচাল করতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে৷ হরতালের আগে বিভিন্ন জেলা থেকে অন্তত ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়৷

ঢাকা মহানগরে বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান বলেন, ‘‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী৷ তাই দলের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘উসকানিতে' পা না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে৷''

তিনি বলেন, ‘‘বিএনপি জোট যে কোনো ধরণের অপ্রীতিকর অবস্থা এড়িয়ে চলতে চায়৷ এরপরও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে এর দায় সরকারকে নিতে হবে৷'' তিনি দাবি করেন, ‘‘যে কোনো ধরণের কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা বিএনপি জোটের আছে৷ সময় এলেই সেই সক্ষমতা দেখা যাবে৷''

প্রসঙ্গত, এর আগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার প্রথম দফায় ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে জাময়াত৷ দ্বিতীয় ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করা হয় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত৷ এরপরই বিএনপি জোটের হরতাল শুরু হয়৷

বলা বাহুল্য, জামায়াতের ডাকা বৃহস্পতি ও রবিবারের ৪৮ ঘণ্টার হরতালের পর বিএনপি জোটের এই হরতালে রবিবার থেকে দেশ মূলত ৩৬ ঘণ্টার হরতালের ফাঁদে পড়ে গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য