1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়তুল্লাহ মেহসুদ সম্ভবত নিহত

৭ আগস্ট ২০০৯

পাকিস্তানে তালেবান জঙ্গিদের প্রধান বায়তুল্লাহ মেহসুদ সম্ভবত নিহত হয়েছেন৷ জঙ্গি নেতা মেহসুদের একজন ঘনিষ্ঠ সহযোগী শুক্রবার তার মৃত্যুর কথা স্বীকার করেন৷ মেহসুদের নিজ গ্রাম নার্দোসাই-এ তাকে দাফন করা হয় বলেও জানা গেছে৷

https://p.dw.com/p/J5l8
ফাইল ফটোছবি: picture-alliance/ dpa

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, মেহসুদ, তার স্ত্রী এবং ৭ জন দেহরক্ষী নিহত হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে৷

মেহসুদের সম্ভাব্য মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেহসুদ সমর্থিত একটি গোষ্ঠী, মেহসুদের প্রতিদন্দ্বী এবং সরকারপন্থী যুদ্ধবাজ নেতা তুর্কিস্তান বিটানির কার্যালয়ে হামলা চালায় এবং তার ৮ জন সমর্থককে হত্যা করে৷

নাম প্রকাশে অনিচ্ছুক মেহসুদের একজন সহযোগী বার্তা সংস্থাকে বলেছেন, বুধবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল দক্ষিণ ওয়াজিরিস্তানে, সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় মেহসুদ, তার স্ত্রী এবং তাদের ৬ থেকে ৭ জন দেহরক্ষী প্রাণ হারায়৷ বুধবার বিকেলেই মেহসুদের শেষকৃত্য অনুষ্ঠিত হয় এবং নিজ গ্রাম নার্দোসাই-এ তাকে দাফন করা হয় বলেও জানা গেছে৷ তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে মেহসুদের মৃত্যুর খবর এখনও পুরোপুরি নিশ্চিত করা হয়নি৷ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ইসলামাবাদে সাংবাদিকদের বলেছেন, মেহসুদ, তার স্ত্রী এবং ৭ জন দেহরক্ষী নিহত হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে৷ তিনি বলেন, তবে আমরা এই সম্পর্কিত নিশ্চিত কোন খবর পায়নি৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, এই খবরের প্রমাণ চায় সরকার৷ একই সঙ্গে তিনি বলেন, তার মৃত্যুর ব্যাপারে শতকরা ১শ ভাগ নিশ্চিত হবার জন্যে আমরা প্রমাণ খুঁজে চলেছি৷ এবং একবার প্রমাণ পাওয়া গেলে আমরাও তার মৃত্যুর ব্যাপারে শতকরা ১ শ ভাগ নিশ্চিত হবো৷

এদিকে স্থানীয় সুত্রগুলো জানিয়েছে, উত্তরসূরি নির্বাচন করতে তালেবান নেতারা দক্ষিণ ওয়াজিরিস্তানে সমবেত হয়েছে৷ এরই মধ্যে ৩টি নাম বিবেচনায় রাখা হয়েছে৷ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাকিমুল্লাহ মেহসুদ, মওলানা আজমাতুল্লাহ এবং ওয়ালি-উর-রেহমান –এর নাম শোনা যাচ্ছে৷

দক্ষিণ ওয়াজিরিস্তানে যেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সেখানে বসবাসরত লোকজন বলছে, বায়তুল্লাহ মেহসুদ তার স্ত্রী সহ বুধবার সকালে নিহত হয়েছে৷

ওয়াশিংটনে হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, ‘বায়তুল্লাহ মেহসুদ মৃত, এই খবর আমরা নিশ্চিত করতে পারছিনা৷ তবে বিশ্বাসযোগ্য পর্যবেক্ষকদের মাঝে এই মর্মে মতৈক্য বাড়ছে যে, তিনি প্রকৃতপক্ষেই মারা গেছেন৷'

কয়েকটি আত্মঘাতী হামলা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকান্ডের পেছনে মেহসুদের হাত রয়েছে বলে ধারণা করা হয়৷ পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড তালিকা ছাড়াও আমেরিকার ওয়ান্টেড তালিকাতেও বায়তুল্লাহ মেহসুদের নাম রয়েছে৷ একই সঙ্গে মেহসুদের মাথার জন্যে ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক