1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ছে আধুনিকতা, বাড়ছে মানসিক সমস্যা

রিয়াজুল ইসলাম১৫ ফেব্রুয়ারি ২০০৯

‘পাগল’ শব্দটা শুনলেই অনেকে আঁতকে ওঠেন৷ মনে হয় এখনই বুঝি কাউকে মেরে বসবে৷ কিন্তু জানেন কি – আমাদের আশপাশের অনেকের মধ্যে ছোটখাটো কোন না কোন পাগলামির লক্ষণ আছে?

https://p.dw.com/p/Guc6
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় অস্থিরতায় ভোগেন

তবে এই পাগলামিকে আমরা অন্যভাবে বলতে পারি মানসিক সমস্যা৷ অর্থাৎ আমরা প্রায় সবাই কোন না কোন মানসিক সমস্যায় ভুগে থাকি৷ কারো বেলায় তা প্রকট আকার ধারণ করলেই তখন সেটাকে পাগলামি হিসেবে আমরা নাম দেই৷ মানুষের জীবনযাত্রা যত আধুনিক হচ্ছে, দিনকে দিন নানা ধরনের নতুন নতুন মানসিক সমস্যা দেখা দিচ্ছে৷ চিকিৎসকরা এসব মানসিক সমস্যা কিংবা রোগকে বিভিন্ন ভাগে বিভক্ত করার চেষ্টা করেছেন৷ যেমন আচরণগত সমস্যা, দুশ্চিন্তা, ব্যক্তিত্বজনিত সমস্যা, মানসিক বৈকল্য, অস্থিরতা ইত্যাদি৷ আবার এমন অনেক মানসিক সমস্যা আছে যেগুলোকে কোন নির্দিষ্ট কোনো কাঠামোতে ফেলা যায় না৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা গেছে যে বেশীরভাগ মানুষ যে মানসিক সমস্যায় ভুগে থাকে তা হলো দুশ্চিন্তা এরপর যে সমস্যাটি বেশী দেখা যায় তা হলো মানসিক অস্থিরতা৷ পুরুষদের চেয়ে নারীরাই এসব সমস্যায় বেশী ভুগে থাকে৷ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল কোমোরবিডিটি সার্ভে' অনুযায়ী সেদেশের ৪৬ শতাংশের বেশী মানুষ জীবনে একবার হলেও মানসিক রোগে ভুগেছেন৷ ২০ শতাংশের বেশী মার্কিন নাগরিক মানসিক অস্থিরতায় ভুগে থাকেন৷ ২০০৪ সালে ইউরোপের এক সমীক্ষায় দেখা গিয়েছিলো যে প্রতি চারজনের একজন কোন না কোন মানসিক সমস্যায় বিপর্যস্ত৷ পরের বছর চালানো এক সমীক্ষায় দেখা যায় এ হার আরো বেশী৷ ২০০৫ সালে ইউরোপের ১৬টি দেশে চালানো এক সমীক্ষার ফলাফল অনুযায়ী প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা ২৭ ভাগ লোক এক বছরের মধ্যে কোন না কোন মানসিক রোগের শিকার হয়েছে৷