1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহাজ রপ্তানি

২২ মার্চ ২০১২

জার্মানিতে আরো দুটি জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড৷' ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন৷

https://p.dw.com/p/14Odo
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশে তৈরি জাহাজ ঘুরে বেড়াচ্ছে বাল্টিক সাগরে৷ প্রতিটি জাহাজেই লেখা আছে, ‘মেড ইন বাংলাদেশ'৷ এসব জাহাজ যখন কোন বন্দরে নোঙর ফেলে, তখন সেই বন্দর কর্তৃপক্ষও জেনে যায় এগুলো বাংলাদেশে তৈরি৷ এভাবেই বাড়ছে বাংলাদেশের সুখ্যাতি৷ বিশ্বের বুকে জাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ, ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান শাখাওয়াত হোসেন৷

বুধবার আনুষ্ঠানিকভাবে জার্মান কোম্পানি গ্রোনা শিপিংয়ের কাছে ‘এমস ওয়াটার' ও ‘এমস ফ্লো' নামের জাহাজ দুটি হস্তান্তর করা হয়৷ এর আগে ছয়টি জাহাজ রপ্তানি করে প্রতিষ্ঠানটি৷ কোন রকম যান্ত্রিক ত্রুটি বা কারিগরি জটিলতা ছাড়াই সাফল্যের সঙ্গে বাল্টিকে পণ্য পরিবহণ করছে জাহাজগুলো৷ শাখাওয়াত হোসেন এই প্রসঙ্গে বলেন, ছয়টি জাহাজই খুব নির্বিঘ্নে চলছে৷ এবং এই জাহাজগুলো বাংলাদেশের নাম প্রতিনিয়তই বলছে৷

Schiff Bangladesh
বাংলাদেশে তৈরি জাহাজ জার্মানিতে রপ্তানি হচ্ছেছবি: DW

বৈশ্বিক আর্থিক মন্দার কারণে জাহাজ শিল্পে মন্দা চলছে, জানান শাখাওয়াত৷ তবে তিনি আশাবাদী, জার্মানিতে আরো জাহাজ রপ্তানিতে সক্ষম হবে তাঁর প্রতিষ্ঠান৷ এই প্রসঙ্গে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলেও ডয়চে ভেলেকে নিশ্চিত করেন তিনি৷

বুধবার যে জাহাজ দুটি রপ্তানি করা হয়েছে, সেগুলো নির্মাণে দেড় হাজার মেট্রিক টন আইস ক্লাস স্টিল এবং সংযুক্ত করতে ৬০ মেট্রিক টন ওয়েল্ডিং ইলেকট্রোডস, ২৩ কিলোমিটার মেরিন কেবল এবং মরিচা প্রতিরোধ ও সৌন্দর্য বর্ধনের কাজে ২৪ হাজার লিটার সিগমা পেইন্ট ব্যবহার করা হয়েছে৷

এক বিবৃতিতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জানিয়েছে, ‘‘একশ মিটার লম্বা জাহাজ দুটি ৫ হাজার ২০০ ডিডাব্লিউটি আইস ক্লাস মাল্টিপারপাস জাহাজ৷ আইস ক্লাস ভেসেল হিসেবে অনুমোদিত জাহাজ দুটি হিমশীতল ও প্রতিকূল পরিবেশে স্বচ্ছন্দে চলাচলে সক্ষম৷''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান