1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনাতে সারা জীবন থাকবেন মেসি

১৯ সেপ্টেম্বর ২০০৯

‘বার্সেলোনাতে আমার খেলোয়াড় জীবনের শেষদিন পর্যন্ত থাকব৷’ আর্জেন্টিনার নামজাদা তারকা ফুটবলার মেসি নতুন চুক্তি করে জানিয়ে দিলেন একথা৷

https://p.dw.com/p/JkNt
আজীবন বার্সেলোনার জার্সি গায়ে চড়াতে চান মেসিছবি: AP

বয়স তাঁর মাত্র বাইশ বছর৷ বিশ্ব ফুটবলের বিস্ময় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি ইতিমধ্যেই৷ তিনি লায়োনেল মেসি৷ ১৩ বছর বয়স থেকে বার্সেলোনায় খেলছেন মেসি৷ শুক্রবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন আরও একটা চুক্তি করলেন তিনি৷ চুক্তির মেয়াদ যদিও আগামী দুই বছরের, কিন্তু মেসি নিজেই বলেছেন, ২০১৬ পর্যন্ত তিনি বার্সেলোনার জার্সিটাই গায়ে চড়াতে চান৷ বার্সেলোনার ওয়েবসাইটের খবর বলছে, একই কথা৷ অর্থাৎ, মেসি থেকে যাচ্ছেন বার্সেলোনার সঙ্গে৷

কিন্তু, গোটা দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার লায়োনেল মেসি ঠিক কত টাকা পাচ্ছেন বার্সেলোনার কাছে ? এ ব্যাপারে ঠিকঠাক কিছু জানা যাচ্ছেনা৷ বার্সেলোনার ভেতরের খবর, আড়াইশো মিলিয়ন ইউরো পাবেন মেসি৷ দৈনিক স্পোর্টস সংবাদপত্র মার্কার দাবি, বছরে দশ থেকে সাড়ে বারো মিলিয়ন ইউরো আয় করার সম্ভাবনা রয়েছে মেসির৷

এসব তো গেল অর্থকরী দিক এবং চুক্তির কথাবার্তা৷ এর বাইরে মেসির খেলার দিকটাও রয়েছে৷ মেসি যে এখন ফর্মে রয়েছেন তাতে কোন সন্দেহ নেই৷ কারণ, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলায় মেসির গোলেই জিতেছিল বার্সেলোনা৷ এখানেই শেষ নয়, তেরো বছর বয়স থেকে খেলছেন এই তরুণ বার্সেলোনায়, বয়স তাঁর এখন মাত্র বাইশ৷ আর সামনে পড়ে রয়েছে ক্যারিয়ারের চূড়ান্ত সময়৷ বার্সেলোনাকে নিজের সেরাটাই তাই দিতে আগ্রহী মেসি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই