1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনাকে ফিফার শাস্তি

৩ এপ্রিল ২০১৪

অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের সঙ্গে চুক্তি করার অপরাধে বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন আরএফইএফ-কে শাস্তি দিয়েছে ফিফা৷ বুধবারে দেয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এ কথা জানায়৷

https://p.dw.com/p/1BaEK
Camp Nou Stadion in Barcelona Archiv
ছবি: picture alliance/Back Page Images

এর ফলে দুটো ‘ট্রান্সফার উইন্ডো', অর্থাৎ আগামী এক বছর কোনো ফুটবলার কেনা বা বিক্রি করতে পারবে না স্প্যানিশ এই ফুটবল জায়ান্টটি৷ এছাড়া তাদের ৩৬৯,০০০ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে৷

বুধবারের বিবৃতিতে ফিফা জানায়, তাদের চালানো তদন্তে দেখা গেছে বার্সেলোনা ১০ জন ‘মাইনর' বা অপ্রাপ্তবয়স্ক ফুটবলারকে চুক্তিবদ্ধ করেছে, যা আইনসিদ্ধ নয়৷ এই দশজনের মধ্যে কয়েকজনকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের আওতায় বার্সেলোনা কিনেছে৷ আর কয়েকজন নন-স্প্যানিশ নাবালককে প্রথমবারের মতো দলের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে৷

এই কাজের সঙ্গে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টতাও খুঁজে পেয়েছে বিশ্ব ফুটবলের এই সংস্থাটি৷ তাই আরএফইএফকেও পাঁচ লক্ষ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে৷ এছাড়া অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের ইন্টারন্যাশনাল ট্রান্সফার সম্পর্কিত নিয়মকানুনে পরিবর্তন আনতে আরএফইএফকে এক বছর সময় দিয়েছে ফিফা৷

আঠার বছরের কম বয়সিদের ফিফা ‘মাইনর' বলে আখ্যায়িত করে৷ ফুটবলের এই বিশ্ব সংস্থাটি মনে করে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার একজন ফুটবলারের জন্য আর্থিকভাবে লাভজনক হলেও বিষয়টা তাঁদের (যেহেতু তাঁরা নাবালক) ক্ষতি করতে পারে৷

ফিফা ট্রান্সফার ম্যাচিং সিস্টেম গত বছর এই তদন্ত চালায়৷ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনা যত খেলোয়াড় চুক্তিবদ্ধ করেছে সেগুলোর বিষয়ে তদন্ত চালায় ফিফা৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য