1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লাম্পেডুসা ক্যাম্প'

নাওমি কনরাড/এসি১৭ অক্টোবর ২০১৩

প্রতি বছর এশিয়া-আফ্রিকা থেকে হাজার হাজার উদ্বাস্তু ইউরোপে আসার চেষ্টা করেন, তাদের মধ্যে অনেকেই বোট কিংবা জাহাজে করে ভূমধ্যসাগর পার হয়ে৷ গত সপ্তাহে ইটালির লাম্পেডুসা দ্বীপের কাছে এ ভাবেই তিন শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে৷

https://p.dw.com/p/19xZD
ARCHIV - Youssef sitzt am 29.07.2013 im Flüchtlingscamp am Oranienplatz in Berlin am Rande einer Pressekonferenz in seiner Unterkunft. Foto: Britta Pedersen/dpa (zu dpa: "Berlin-Kreuzberg: Die alleingelassenen Flüchtlinge vom Oranienplatz " vom 20.09.2013)
ছবি: picture-alliance/dpa

লাম্পেডুসায় এখনও সাগর থেকে লাশ তোলা হচ্ছে৷ ইউরোপের উঁচু উঁচু কর্মকর্তা সেখানে গিয়ে সমবেদনা জ্ঞাপন করে এসেছেন৷ লাম্পেডুসার ট্র্যাজেডি যে গোটা ইউরোপে একটা ইলেকট্রিক শকের মতো কাজ করেছে, সেটা তারা জানেন৷ লাম্পেডুসার স্থানীয় মানুষেরাই ব্রাসেলসের হর্তাকর্তাদের দুয়ো দিয়েছে৷ বার্লিনের ক্রয়েৎসব্যার্গ এলাকায় রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের প্রতিবাদ শিবিরটির নাম কিন্তু এক বছর আগেই ‘‘লাম্পেডুসা: বার্লিনের একটি গ্রাম'' রাখা হয়েছিল৷

একটি রোদ-বৃষ্টিতে ম্লান হয়ে আসা ব্যানারে আজও নামটি লেখা আছে৷ নয়ত ক্যাম্প বলতে কিছু ক্যানভাসের তাঁবু, যার বাসিন্দারা সবাই উদ্বাস্তু: জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাবার পথ যেভাবে নিয়মকানুন আর বিধিনিষেধের প্রতিবন্ধকে কণ্টকাকীর্ণ করে রাখা হয়েছে, তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এই উদ্বাস্তুরা৷

‘লাম্পেডুসা গ্রাম'

ধূসর রঙের তাঁবুগুলোর গায়ে হাতে-কাচা জামাকাপড় শুকোতে দেওয়া আছে৷ একটি প্লাস্টিকের কফি ক্যানের পাশে একটি প্যাকিং বাক্সে ছোট ছোট সবুজ আপেল রাখা আছে৷ একটি তাঁবুতে দৃশ্যত কিচেন: সেখানে না-ধোয়া প্লেট আর বৃষ্টির জলে ভিজে যাওয়া পাঁউরুটি ডাঁই করা আছে৷ একটি গাছের নীচে দাঁড়িয়ে দু'জন লোক কথা বলছে৷ এরাও লাম্পেডুসার কাছে যাদের সলিলসমাধি ঘটেছে, তাদের মতো ‘বোট পিপল' হয়েই ইউরোপ তথা জার্মানিতে এসেছে৷ ‘‘কোনো বড় জাহাজডুবি না হলে তো আর আপনারা সাংবাদিকরা আসেন না,'' উক্তি করল দু'জনের একজন৷

Youssef und Bashir zeigen am 29.07.2013 im Flüchtlingscamp am Oranienplatz in Berlin am Rande einer Pressekonferenz ihre Unterkunft. Sie möchten auf ihre Situation aufmerksam machen. Bei der Pressekonferenz wurde über die Vorwürfe von Sexismus und einer angeblichen Vergewaltigung diskutiert. Foto: Britta Pedersen/dpa
বার্লিনের উদ্বাস্তু ক্যাম্পছবি: picture-alliance/dpa

বার্লিনের ‘লাম্পেডুসা গ্রামেই' থাকেন জনসন ওফোরে৷ ঘানার মানুষ৷ লাম্পেডুসার সাম্প্রতিক ট্যাজেডিতে জনসন তাঁর ভাই মাতি ওফোরেকে হারিয়েছেন৷ জনসন নিজে তার অনেক আগেই বার্লিনে পৌঁছতে সমর্থ হন৷ বোট দুর্ঘটনায় মাতি যেদিন প্রাণ হারান, সেদিন জনসন শত চেষ্টা সত্ত্বেও তাঁর ভাইকে টেলিফোনে ধরতে পারেননি৷ নয়ত জনসন আগেও তাঁর ভাইকে বারংবার বলেছিলেন, অক্টোবরে সাগর খুব উত্তাল থাকে৷

ট্র্যাজেডি একটি নয়, একার নয়

নাইজিরিয়া থেকে আগত বশির-ও বলে, ‘‘ইউরোপ উদ্বাস্তুদের বাঁচানোর জন্য কিছুই করে না৷'' জনসনের ভাই মাতি ওফোরের ভাগ্যে যা ঘটেছে, বশিরের ভাগ্যেও তা ঘটতে পারতো৷ যে কারণে ২০১১ সালের ২৭ মে তারিখটিকে বশির কোনোদিনই ভুলতে পারবেন না৷ লিবীয় সৈন্যরা তাঁকে জোর করে ঠেলেঠুলে যে জাহাজটিতে তুলে দিয়েছিল, সে জাহাজটিও লাম্পেডুসার উপকূলেই ডুবে যায়৷ বশির প্রাণে বাঁচলেও, তাঁর দু'টি ছোট ছোট ছেলেমেয়েকে বাঁচাতে পারেননি৷

৪৩ বছর বয়সি জনসন ওফোরে-ও তাঁর ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বার্লিনে বসেই সারাদিন ধরে কেঁদেছেন৷ মাতির একটা ছবি পর্যন্ত তাঁর কাছে নেই৷ যা পড়ে আছে, সেটুকু শুধু স্মৃতি৷ যেমন সুদূর ঘানায় মাতির তিনটি ছোট ছোট ছেলেমেয়ে বাবা কবে ইউরোপ থেকে টাকা পাঠাবে, তার আশায় বসে ছিল৷ কাজেই জনসনকে এখন জার্মানিতে কাজ খুঁজতে হবে, কাজ পেয়ে বাড়িতে টাকা পাঠাতে হবে৷ নয়ত মাতির তিন অনাথ ছেলেমেয়ের দেখা শোনা করবে কে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য