1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বারাণসী বিস্ফোরণে ইন্ডিয়ান মুজাহিদিনের হাত আছে বলে সন্দেহ

৮ ডিসেম্বর ২০১০

ভারতের পবিত্র শহর বারাণসীতে গতকালের বিস্ফোরণে নিহত এক, আহত ৩১জন৷ ইন্ডিয়ান মুজাহিদিন নামে এক সন্ত্রাসী গোষ্ঠী বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম আজ পরিস্থিতি দেখতে বারাণসী যান৷

https://p.dw.com/p/QTGM
Hindu, Varanasi
হিন্দুদের পবিত্র শহর বারাণসীর একটি ঘাটছবি: picture-alliance / dpa

হিন্দুদের পবিত্র শহর বারাণসী বোমা বিস্ফোরণের তদন্তে নেমে প্রাথমিক সাফল্য পেয়েছে পুলিশ৷ এই বিস্ফোরণের পেছনে আসল মাথা যাঁর সেই ড: শাহনাওয়াজ এবং আসাদুল্লাকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ৷ দুজনেই ২০০৮ সালে দিল্লি বিস্ফোরণ এবং ঐ একই বছরে দিল্লির বাটলা হাউস সংঘর্ষে এরাই জড়িত ছিল বলে পুলিশ মনে করছে৷ নিষিদ্ধ ইন্ডিয়ান মুজাহিদিন গোষ্ঠীর হয়ে হামলার ছক কষতো এরাই৷ তাই বিস্ফোরণের ধরণে অনেক মিল আছে৷ পুলিশ সেই সূত্রে তিনজনকে আটক কোরে জিজ্ঞাসাবাদ করছে৷ ড: শাহনাওয়াজ লক্ষ্ণৌ-এর একটি নার্সিং হোমে কাজ করেন৷ তাঁর ভাই সঈফ অন্য এক বিস্ফোরণ মামলায় এখন গুজরাট পুলিশের হেফাজতে৷

ইন্ডিয়ান মুজাহিদিন ই-মেলে এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে৷ ই-মেলটি পাঠানো হয় মুম্বই থেকে৷ তাতে বলা হয় এই বিস্ফোরণ বাবরি মসজিদ ধ্বংসের বদলা৷ বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যালুমিনিয়াম পেরেক৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম আজ বারাণসীতে গঙ্গানদীর শীতলা ঘাটে বিস্ফোরণস্থল পরিদর্শন করে হাসপাতালে আহতদের দেখতে যান৷ পরে সাংবাদিকদের জানান, সরকারের হিসেব অনুযায়ী নিহত এক আহত ৩১জন৷ নিহত হয় একটি শিশু৷ আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সন্ত্রাসী হামলা সম্পর্কে রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছিল কিন্তু রাজ্য সরকার তাতে কান দেয়নি, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম৷

Mujahideen
কাশ্মিরে ইন্ডিয়ান মুজাহিদিন গোষ্ঠীর একটি অংশছবি: picture-alliance/ dpa

এই বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক দলগুলি দলীয় লাইনে প্রতিক্রিয়া জানায়৷ উত্তরপ্রদেশে বিরোধীদল সমাজবাদী পার্টি বলেছে বারাণসীর গঙ্গাঘাট খুবই স্পর্শকাতর স্থান৷ সন্ত্রাসী হামলার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা সূত্রে সতর্ক করা সত্ত্বেও রাজ্যের মায়াবতী সরকার স্পর্শকাতর জায়গায় উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি৷ বিজেপির অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের তোষণ নীতিই এজন্য দায়ী৷ মুখ্যমন্ত্রী মায়াবতী কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়ে বলেছেন, মুম্বই-এর মত বারাণসীর জন্যও অ্যান্টি-টেররিজম বাহিনী দেয়া উচিত ছিল৷ কংগ্রেস বলেছে, ৬ই ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংসের কথা মাথায় রেখে রাজ্য সরকারের আরো সতর্ক হওয়া উচিত ছিল৷

বারাণসী বিস্ফোরণের নিন্দা জানিয়েছে জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ নতুনদিল্লির জার্মান দূতাবাসের উপ-প্রধান খৃস্টিয়ান মাথিয়াস শ্লাগা স্বরাষ্ট্র সচিব জি.কে পিল্লাই-এর সঙ্গে দেখা করে বলেছেন, এই মর্মান্তিক সময়ে জার্মান জনগণ ভারতের পাশে আছে৷ এই বিস্ফোরণের তদন্তে সাহায্য করতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে দেখা করে একথা জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোমার৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পদনা: আব্দুল্লাহ আল-ফারূক