1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাম্বি পদক

২৩ নভেম্বর ২০১২

জার্মানিসহ বিশ্বের নানা প্রান্তের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক ও সমাজসেবীদের পদচারণায় মুখর হলো বাম্বি পদক বিতরণ অনুষ্ঠান৷ জার্মানির ড্যুসেলডর্ফ শহরের বাম্বি-গালায় সম্মাননা পেলেন ৮৩ বছর বয়সি কুষ্ঠরোগ চিকিৎসক রুট ফাউ৷

https://p.dw.com/p/16oYu
ছবি: Getty Images

তালেবান গোষ্ঠীর রক্তচক্ষুর সামনে পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগীদের সেবা দেওয়ার জন্য বাম্বি কর্তৃপক্ষ বিশেষভাবে সম্মানিত করলেন ফাউ'কে৷ জীবনের ঝুঁকি নিয়ে কুষ্ঠরোগীদের সেবায় নিজেকে উৎসর্গিত করায় জার্মানদের কাছে তিনি ‘কুষ্ঠ-সেবিকা মাদার টেরেসা' হিসেবে সুপরিচিত৷ তাঁর কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ স্বর্ণপদক গ্রহণ করে আবেগ আপ্লুত ফাউ বলেন, ‘‘আপনারা নিশ্চয়ই জানেন যে, আপনাদের এই জগত আর আমার জগত এক নয়৷'' এই কথা বলে তিনি উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিদের নিজের কর্মস্থল পাকিস্তানের মানুষের ক্ষুধা, দারিদ্র্য এবং ত্রাসের কথা বোঝানোর চেষ্টা করেন৷

৬৪তম বার্ষিক বাম্বি পদক বিতরণ অনুষ্ঠানে ২০১২ সালের সেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা গ্রহণ করেন ক্যানাডীয় সংগীত শিল্পী সেলিন ডিওন৷ আন্তর্জাতিক পপ জগতে সেরা দল হিসেবে পদক জয় করেছে ব্যান্ডদল ‘ওয়ান ডিরেকশন'৷ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সেরা অভিনেত্রী হিসেবে বাম্বি পদক লাভ করেছেন হলিউড তারকা সালমা হায়েক৷

Bambi 2012 in Düsseldorf Celine Dion
পদক বিতরণ অনুষ্ঠানে সেলিন ডিওনছবি: Reuters

আর ‘ক্রিগারিন' তথা ‘নারীযোদ্ধা' ছবিতে অভিনয়ের জন্য জার্মানির সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হলেন আলিনা লেভশিন৷ ‘রমেল' ছবির নায়ক হিসেবে জার্মানির সেরা অভিনেতার পদক জয় করেছেন উলরিশ টুরকুর৷ আজীবন সম্মাননা লাভ করেছেন জার্মানির জনপ্রিয় অভিনয় শিল্পী ৮৫ বছর বয়সি ইওয়াখিম ফুখসব্যার্গ্যার৷

একইসাথে বাম্বি পদকে ভূষিত হলেন জার্মান রাজধানী বার্লিনে বখাটে যুবকদের হামলার শিকার অধিকার কর্মী রাব্বি বা ইহুদি যাজক ডানিয়েল আল্টার এবং ২০ বছর বয়সি অভিবাসী তরুণ জনি কে৷ জনি গত মাসে বার্লিনের আলেক্সান্ডারপ্লাৎসে কিছু বখাটে তরুণের হামলায় প্রাণ হারান৷ তাঁর পক্ষে পদক গ্রহণ করেন জনির বোন টিনা কে৷ অনুষ্ঠানে টিনা জানান, তিনি এমন সহিংসতার বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করবেন৷ আর আল্টার তাঁর পদক উৎসর্গ করেন এবং তা হস্তান্তর করেন সমান অধিকারের জন্য কর্মরত সংস্থা ‘হিরোজ' এর কাছে৷

এএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য