1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজারে আসছে স্যামসাং, তোশিবার ট্যাবলেট পিসি

৫ সেপ্টেম্বর ২০১০

এবার ট্যাবলেট পিসি বাজার আনার ঘোষণা আসলো স্যামসাং আর তোশিবার কাছ থেকে৷ এর ফলে বাড়বে অ্যাপল আইপ্যাডের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা৷

https://p.dw.com/p/P4qR
ছবি: DPA

এ মাসেরই মাঝামাঝি সময়ে আসছে স্যামসাং-এর পিসি৷ নাম ‘গ্যালাক্সি ট্যাব'৷ এর স্ক্রিনটি অ্যাপল আইপ্যাডের চেয়ে একটু ছোট এবং ওজনেও প্রায় অর্ধেক৷ কিন্তু দাম কেমন হবে সেটা জানায়নি দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি৷

তবে কয়েকটি পত্রিকার রিপোর্ট বলছে, গ্যালাক্সি ট্যাবের দাম অ্যাপল আইপ্যাডের চেয়ে বেশি হতে পারে৷ বর্তমানে যে আইপ্যাডের দাম ইউরোপে ৪৯৯ ইউরো সেই ধরণের একটি গ্যালাক্সি ট্যাবের দাম হতে পারে জার্মানিতে ৭৯৯ ইউরো আর ফ্রান্সে ৬৯৯ ইউরো৷

প্রথমে ইউরোপের বাজারে বিক্রি শুরু হবে৷ এরপর পাওয়া যাবে অ্যামেরিকা সহ দক্ষিণ কোরিয়া ও এশিয়ার অন্যান্য দেশে৷ জার্মানিতে শুরু হওয়া ইলেকট্রনিক পণ্যের মেলায় এসব তথ্য দেন স্যামসাং কর্মকর্তারা৷ শুক্রবার শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত৷

এদিকে দামের দিক দিয়ে সবচেয়ে কম মূল্যের ট্যাবলেট পিসি বাজারে আনার কথা বলেছে জাপানী কোম্পানি তোশিবা৷ তাদের ‘ফোলিও ১০০' পিসির দাম হবে ৩৯৯ ইউরো৷ গ্যালাক্সি ট্যাবের মত এটি প্রথম ছাড়া হবে ইউরোপের বাজারে৷ এবং সেটা আগামী মাস বা তার পরেও হতে পারে৷ তবে এই বছরেই যে বাজারে আসছে সেটা নিশ্চিত করেছেন তোশিবা কর্মকর্তারা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম