1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামীর বই মেলা

১ মার্চ ২০১২

যাদের মৌলিক প্রকাশনা নেই, তারা বই মেলায় স্টল পাবেননা৷ আর বই মেলাকে দেয়া হবে আন্তর্জাতিক মাত্রা৷ ডয়চে ভলেকে একথা জানিয়েছেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান৷

https://p.dw.com/p/14CDH
ছবি: DW

এবার বই মেলায় বাংলা একাডেমী চত্বর ছাড়িয়ে স্টল বরাদ্দ দেয়া হয়েছিল সামনের সড়কেও৷ স্টল বরাদ্দ দেয়া হয় নানা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনকে৷ কিন্তু এ নিয়ে একাডেমীর তিক্ত অভিজ্ঞতা হয়েছে৷ এমনকি বিভিন্ন সংগঠনের নামে স্টল নিয়ে পরে তা বিক্রি করে দেয়ার মতো অভিযোগও পেয়েছেন তারা৷ জানালেন বাংলা একাডিমীর মহাপরিচালক শামসুজ্জামান খান৷

তিনি জানান, তাই বাংলা একাডেমী সিদ্ধান্ত নিয়েছে আগামী বই মেলা থেকে প্রকাশকদের বাইরে কেউ মেলায় স্টল পাবেননা৷ আর মেলার কলেবরও একাডেমী চত্বরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে৷ এর ফলে মেলা প্রকৃতই প্রকাশক, লেখক আর পাঠকদের মেলায় পরিণত হবে৷ এতে নানা সংগঠনের নামে স্টল বরাদ্দ নিয়ে তা বিক্রি করা অথবা রুচিহীন বই বিক্রি বন্ধ হবে৷

একাডেমীর মহাপরিচালক ডয়চে ভেলে'র ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেন, বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থ মেলাকে আন্তর্জাতিক মেলায় রূপ দেয়ার সুযোগ নেই৷ কারণ এর সঙ্গে মহান ভাষা আন্দোলনের চেতনা জড়িত৷ তবে এই বই মেলাকে আন্তর্জাতিক মাত্রা দেয়া সম্ভব এবং তা শুরু হয়েছে৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, গত বই মেলায় নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ আর এবার আসেন উইলিয়াম রাদিচি৷ এভাবে বই মেলায় বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাপ্রেমী বা পন্ডিতদের আমন্ত্রণ জানান হবে৷

শামসুজ্জামান খান জানান, বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থ মেলার অনন্য বৈশিষ্ট্য রয়েছে৷ বিশ্বের কোনো দেশেই একমাস ধরে বই মেলা হয়না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য