1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিরোনাম ক্রিকেটের

১০ মার্চ ২০১২

আর মাত্র কয়েকঘন্টা পর রবিবার দুপুরে শুরু হচ্ছে এশিয়া কাপ৷ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে স্বাগতিক বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে৷ এদিকে এশিয়া কাপের দল নিয়ে মাঠের বাইরে অনেক বিতর্ক৷

https://p.dw.com/p/14Ioy
ছবি: DW

কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে ক্রিকেট ছাড়া আর অন্য কিছু প্রাধান্য পাচ্ছে না বলে জানিয়েছেন অনেকদিন পর দলে ফেরা মাশরাফি৷ তিনি বলছেন, ‘‘টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে, আমার মনে হয় না ড্রেসিংরুমে কেউ এসব নিয়ে ভাবছে৷ যাকে নিয়ে আলোচনা, সে-ও এখন দলে৷ আমরা আমাদের পারফরম্যান্স নিয়েই ভাবছি'৷

এদিকে সাকিবের বিশ্বাস, ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ এখন যে কোনো দলকে হারাতে সক্ষম৷ এশিয়া কাপের প্রস্তুতি নিয়েও তিনি সন্তুষ্ট৷ তিনি বলেন, ‘‘খেলোয়াড়রা একসঙ্গে তেমন অনুশীলন না করলেও দলের প্রত্যেকে ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ম্যাচ খেলেছে৷''

গত ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে টেস্ট-ওয়ানডে-টি টোয়েন্টি তিনটি সিরিজেই পর্যুদস্ত হয়েছিলো বাংলাদেশ৷ তবে ঐ ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে নারাজ সাকিব৷ তিনি বলেন, ‘‘এটা সম্পূর্ণ নতুন একটা টুর্নামেন্ট৷ তাই আমাদের সামনে পরীক্ষাটাও ভিন্ন৷''

মিরপুরের উইকেট থেকে বোলাররা তেমন সহায়তা পাবেন না বলে মনে করেন টেস্ট ও ওয়ানডেতে অলরাউন্ডারদের ব়্যাংকিং'এ শীর্ষে থাকা সাকিব৷ তিনি বলেন, ‘‘উপমহাদেশের পিচগুলো বেশিরভাগ সময়ই বোলারদের জন্য বধ্যভূমি৷ স্পিনাররা কিছুটা সহায়তা পেলেও পেসাররা এখানে প্রায় কিছুই পায় না৷''

এদিকে প্রতিপক্ষ পাকিস্তানের স্পিন আক্রমণ দারুণ শক্তিশালী৷ সাঈদ আজমল, শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজকে মোকাবিলা করার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে সাকিব বলেন,‘‘মাঠে নামার আগে আমরা এ ব্যাপারে আলোচনা করবো৷এই তিন স্পিনারের বিপক্ষে রান করা আমাদের ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জে৷''


বাংলাদেশের পরবর্তী খেলা ভারতের সঙ্গে, ১৬ তারিখ৷ শ্রীলঙ্কার সঙ্গে খেলা ২০ তারিখ৷ এশিয়া কাপের ফাইনাল হবে ২২ তারিখ৷ সবগুলো খেলাই হবে দিবারাত্রির৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য