1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ৮৩ হাজার ইঁদুর মেরে পুরস্কৃত

৩০ সেপ্টেম্বর ২০০৯

৮০ হাজারেরও বেশি ইঁদুর মেরে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের কৃষক মোখাইরুল ইসলাম৷ তিনি বুধবার এক অনুষ্ঠানে ২০০৯ সালে সবচেয়ে বেশি ইঁদুর নিধনের জন্য বাংলাদেশের কৃষিমন্ত্রীর হাত থেকে পুরস্কার হিসাবে একটি টেলিভিশন গ্রহণ করেন৷

https://p.dw.com/p/JumA
ফাইল ফটোছবি: AP

কৃষক মোখাইরুল ইসলাম মোট ৮৩ হাজার ৪ শ ৫০ টি ইঁদুর নিধন করেছেন৷ তিনি বিষ দিয়ে, ফাঁদে ফেলে অথবা বিদ্যুৎ তরঙ্গ ব্যবহার করে এই ঘটনা ঘটান৷ কৃষি মন্ত্রণালয়ের পরিচালক আব্দুল হান্নান বার্তা সংস্থা এএফপি কে বলেন, মোখাইরুল ইসলাম এই সব মৃত ইঁদুরের লেজ, জেলা কৃষি অফিসে জমা দিয়েছেন গত ফেব্রুয়ারি মাসে৷ তিনি আরো জনান, গেল বছরের বিজয়ীর চেয়ে এবছরের বিজয়ী দ্বিগুণ ইঁদুর নিধন করতে সক্ষম হয়েছেন৷

সরকারি এক হিসাবে বাংলাদেশে প্রতি বছর প্রাকৃতিক নানা বিপর্যয়ের পাশাপাশি শুধু মাত্র ইঁদুরের আক্রমণে শতকরা দশ ভাগ ফসল নষ্ট হয়৷ এই ক্ষতির হাত থেকে বাঁচতে সরকার ইঁদুর নিধনের জন্য প্রতিযোগিতার আয়োজন করে৷ কৃষি অফিসার হান্নান আরো বলেন, প্রতি বছর কৃষক ও স্কুলের ছেলেমেয়েদের দিয়ে বিভিন্ন অভিযান

চালিয়ে ৬৫০ লাখ ইঁদুর নিধন করা সম্ভব হয়৷ যা প্রতি বছর কমপক্ষে শতকরা ৮ ভাগ ফসল রক্ষা করে৷

গেল বছর বাংলাদেশের পাহাড়ি এলাকায় ইঁদুর ব্যাপকভাবে হানা দেওয়ার কারণে প্রচুর ফসল নষ্ট হয়৷ যার ফলে ঐ এলাকার বেশ কিছু গ্রামে মানুষ গুরুতর খাদ্যাভাবের শিকার হন৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক