1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি

২৪ ডিসেম্বর ২০১১

বিতর্কিত বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা৷ এক সেমিনারে তারা বলেন, বিচারপতিরা যে রায় দেন তা যেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে না হয়৷

https://p.dw.com/p/13YwS
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

তারা বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ বিবেচনা না করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন৷

বিতর্কিত বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা৷ রাজনৈতিক বিবেচনার উর্ধ্বে উঠে বিচারক নিয়োগের সুপারিশও করেছেন তারা৷ বাংলাদেশ ইন্সটিউট অব ল এন্ড ইন্টারন্যাশনার এফেয়ার্স সংক্ষেপে বিলিয়া আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন৷

সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী৷ তিনি বলেন, বিচারপতিরা যে রায় দেন তা যেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে না হয়৷ সকল বিচারপতিকে রাজনৈতিক বিতর্কের উর্ধ্বে উঠে রায় দেয়ার আহবান জানান তিনি৷

সংবিধান বিশেষজ্ঞ বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা না করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে৷ পদোন্নতির ক্ষেত্রেও দলীয় বিবেচনাকে গুরুত্ব দেয়া উচিত নয়৷

সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেন, বিচারক নিয়োগের জন্য আইন করার কথা বলা আছে৷ কিন্তু দুঃখজনক হলেও সত্যি তা করা হয়নি৷ তিনি বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে কোন চেষ্টাই সফল হবে না, কোন পরিবর্তনও আসবে না৷ তিনি রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার আহবান জানান৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনোয়ার হোসেন বলেন, অনেক বিশিষ্টজন আদালত ও বিচারক নিয়ে কথা বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা নিজেরাও খারাপ লোকের সঙ্গে হাত মিলিয়েছেন৷ তারপরও সবকিছুর উর্ধ্বে উঠে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বললেন তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য