1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী ৫ কোটি

১৫ অক্টোবর ২০০৯

বাংলাদেশে বেশ দ্রুতই বাড়ছে মোবাইল ব্যবহারকারী সংখ্যা৷ সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটিতে৷ মোবাইল ব্যবহারকারী বৃদ্ধির এই হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি৷

https://p.dw.com/p/K6gG
হাতে হাতে মোবাইলছবি: DW

বাংলাদেশের মোবাইল খাতের কর্তাব্যক্তিরা জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় পাঁচ দশমিক চার কোটিতে৷ পৃথিবীর অন্যতম দরিদ্র এই দেশটির প্রতি তিনজনের একজনের হাতে এখন পৌঁছে গেছে মোবাইল ফোন৷

১৯৯৩ সালে বাংলাদেশ প্রথম মোবাইল ফোন সেবা প্রদানের লাইসেন্স অনুমোদন করে৷ কিন্তু তারপরের ১০ বছর মোবাইল খাতে তেমন কোন উন্নতি দেখা যায়নি৷ ২০০৩ সালেও বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী ছিল মাত্র ১৫ লাখ৷ অবশ্য সে সময় মোবাইলে মিনিট প্রতি কলরেট ছিল সাত টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে ১ টাকা বা ক্ষেত্র বিশেষে আরও কম৷

বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা বৃদ্ধির দিক থেকে এগিয়ে গ্রামীণ ফোন৷ বর্তমানে দেশটির মোট মোবাইল গ্রাহকের মধ্যে ২ কোটি ২০ লাখই তাদের দখলে৷ এই প্রসঙ্গে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেসিয়েডাল জানান, গ্রাহক সংখ্যা প্রথম পাঁচ কোটিতে পৌঁছতে ১৫ বছর লেগেছে, কিন্তু পরের পাঁচ কোটি ছোঁয়া যাবে খুব শীঘ্রই৷

বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা ছয়টি৷ এরমধ্যে পাঁচটিই বিদেশী সংস্থা৷ রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিটক তেমন একটা সুবিধা করতে পারছে না বাজারে৷ আর তাই নতুন গ্রাহক ধরার মুল প্রতিযোগিতা চলছে বিদেশি সংস্থাগুলোর মধ্যেই৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য