1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বড় ধরনের বন্যার আশঙ্কা

৩ জুলাই ২০০৯

আগামী ২০ থেকে ২৫ জুলাই এর মধ্যে বাংলাদেশে বড় ধরনের বন্যার আশঙ্কার কথা ডয়চে ভেলেকে জানিয়েছেন পানি বিশেষঞ্জরা৷

https://p.dw.com/p/Igcq
ছবি: dpa

তাঁদের মতে বাংলাদেশের উত্তরে গঙ্গা অববাহিকা দিয়ে ঢোকা বন্যার পানি দেশের সিরাজগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জসহ বেশ কিছু এলাকা প্লাবিত করবে৷ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, বাঁধগুলো আগে থেকেই রক্ষণাবেক্ষণ না করার কারণে প্রতি বছর দেশে বন্যায় ব্যাপক জানমালের ক্ষতি হয়৷

বর্ষা এবার বাংলাদেশে এসেছে একটু দেরি করেই৷ ক্যালেন্ডারের পাতায় আষাঢ় শুরু হয়ে গেলেও তীব্র গরমে নাকাল দেশবাসী বৃষ্টির দেখা পাননি বহু দিন৷ আবহাওয়াবীদদের হিসাব অনুযায়ী, মৌসুমী বাতাস দেশের উত্তরাঞ্চল দিয়ে আসতে শুরু করলেও তা খুব দেরি করে ফেলেছে৷ তাই আসামে এবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আর বাংলাদেশে বৃষ্টি হয়েছে একটু দেরি করে৷ আসামের বৃষ্টির পানি উজান থেকে বাংলাদেশে প্রবেশ করে হঠাৎ বন্যা ঘটিয়েছে৷

Bangladesch nach dem Zyklon Aila Flash-Galerie
প্রতি বছর দেশে বন্যায় ব্যাপক জানমালের ক্ষতি হয়ছবি: DW

দেশে বন্যার বর্তমান অবস্থা

টানা বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে৷ শহরগুলোতে অনেক মানুষ এখন পানিবন্দী জীবন যাপন করছেন৷ তবে এই বৃষ্টিপাত যদি দীর্ঘায়িত না হয় তবে তেমন কোন ভয়ের কারণ নেই বলে জানাচ্ছেন নদী গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা৷ তাঁদের মতে, সিলেট নিন্মাঞ্চল হওয়ার কারণে বন্যা ভয়াবহ রূপ নাও নিতে পারে৷ তবে উজানে বৃষ্টিপাত বেশি হলে, সুরমা বা কুশিয়ারা নদীর বাঁধগুলো হুমকির মুখে পড়বে৷ সিলেটের অনেক এলাকা পানিতে ডুবে যাওয়ার কারণে বহু মানুষ এক দিকে যেমন গৃহহীন হয়েছেন, তেমনি দেখা দিয়েছে কাজের তীব্র সংকট৷ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার ভাষ্যমতে, সুরমা নদীর পানি বর্তমানে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ এখনই এ বিষয়ে দৃষ্টি না দিলে যে কোন সময় স্থানীয় জনগণ চরম বিপদে পড়তে পারে৷

এদিকে কুড়িগ্রাম উপজেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদীর পানিই বেড়েছে৷ বন্যার পানিতে ডুবে গেছে ২২ টি গ্রাম৷

এছাড়া দেশের বন্দর নগরী চট্টগ্রামেরও বন্যা দেখা দেয়া শুরু করেছে৷ বৃহস্পতিবার এই বিভাগের সাতকানিয়া জেলায় রাস্তার উপর পানি উঠে পড়ায়, রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল পাঁচ ঘণ্টা৷

কেমন হতে পারে বন্যা পরিস্থিতি

বাংলাদেশের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রাক্তন মহাপরিচালক প্রকৌশলী ম. এনামুল হক ডয়চে ভেলেকে বলেন, প্রতি অর্থবছরের শেষ সময়ে, অর্থাৎ জুন মাসে সরকারের বাঁধ মেরামতের জন্য বরাদ্দ করা নির্দিষ্ট টাকা খরচ করার জন্য চাপ আসে৷ তখন তড়িঘড়ি করে বাঁধগুলো মেরামত করা হয় – যার অনেকটাই থাকে লোক দেখানো৷ তিনি আরো বলেন, বিগত বছরের বাঁধগুলোকে সঠিক নিয়ম মেনে মেরামত করা হয়নি৷ বেশির ভাগ সময়ই নদী এলাকা থেকে কিছুটা দূরে নতুন করে বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়৷ কিন্তু স্থানীয় জনগণের কাছ থেকে জমি অধিগ্রহণ এবং সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় কোন কিছুই করা সম্ভব হয়না৷ ফলে ক্ষতিগ্রস্ত বাঁধটি থেকে যায় অরক্ষিত৷ এছাড়া কোন এলাকায় অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলে পানি নিষ্কাশনের জন্য খালগুলো আর কার্যকর হয় না৷ কারণ বেশিরভাগ এলাকাতেই খালগুলো উপর কালভার্ট র্নিমাণ করে পানি নিষ্কাশনের রাস্তাগুলো বন্ধ করে ফেলা হয়েছে৷ তাই দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা থেকে প্রায়শই বন্যা দেখা দেয়৷

Bangladesch nach dem Zyklon Aila Flash-Galerie
হঠাৎ বন্যা বাংলাদেশে ভয়াবহ আকারে দেখা দিতে পারেছবি: DW

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এবার বর্ষা একটু দেরি করে আসায় বাংলাদেশে বন্যার ভয়াবহতা শুরু হবে হঠাৎ করেই৷ উজানের পানি গঙ্গা অববাহিকা দিয়ে প্রবেশ করার পর বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলো বন্যার শিকার হবে৷ আর এই হঠাৎ বন্যা বাংলাদেশে ভয়াবহ আকারে দেখা দিতে পারে এমাসের শেষ নাগাদ বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি৷

এদিকে আইলাতে ক্ষতিগ্রস্ত মানুষ এই বন্যায় আবারো বিপদে পড়বেন বলে জানান তিনি৷ একদিকে লবণ পানিতে আটকে পড়া জমি, অন্যদিকে বন্যার পানি তাদের জীবনকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে৷ প্রকৌশলী ম. এনামুলের মতে গৃহহীন বিশহাজার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সময় লাগবে আরো দুই থেকে তিন বছর৷

এদিকে শুক্রবার আবহাওয়া অফিসের এক বার্তায় বলা হয় ,মৌসুমী বায়ুর প্রভাবের কারণে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম,খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে৷ আবহাওয়া আফিস থেকে ডয়চে ভেলেকে আরো বলা হয় এবার বর্ষা কিছুটা দীর্ঘায়িত হলেও হতে পারে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: সঞ্জীব বর্মন