1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে গজিয়ে উঠছে নতুন নতুন জঙ্গি সংগঠন

২৬ মে ২০১০

বাংলাদেশে সৃষ্টি হচ্ছে নতুন নতুন জঙ্গি সংগঠন৷ গবেষকরা বলেছেন বাংলাদেশি জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে৷ এমনকি আল কায়েদা নেটওয়ার্কের সঙ্গেও কোন কোন জঙ্গি সংগঠন যুক্ত৷

https://p.dw.com/p/NXUm
‘বাংলা ভাই’এর ফাঁসির পরেও জঙ্গি তৎপরতা কমে নিছবি: Maskwaith Ahsan

বাইরের যোগাযোগ বন্ধ করা না গেলে এখানে জঙ্গী তৎপরতা নির্মূল সম্ভব নয়৷

বাংলাদেশে অব্যাহত জঙ্গি বিরোধী অভিযানের পরও তাদের তৎপরতা কমছে না৷ জামা‘আতুল মুজাহেদীন-জেএমবি থেকে বেরিয়ে গিয়ে জঙ্গিদের আরো ২টি উপদল গঠিত হয়েছে৷ দল দুটি হল ক্বিতাল পার্টি এবং ইসলাম ও মুসলিমিন৷ গবেষকরা বলছেন এখনো ৮টির মত জঙ্গী সংগঠন সক্রিয়৷ তারা আলাদাভাবে কাজ করলেও তাদের জন্য যেমন আন্তসম্পর্ক রয়েছে, তেমনি রয়েছে বাইরের যোগাযোগ৷ যেমন ঢাকায় ডয়চে ভেলেকে বললেন সিঙ্গাপুরের নান ইয়াং ইউনিভার্সিটির জঙ্গি বিষয়ক গবেষক সাফকাত মুনীর৷

এই গবেষক বলছেন, বাংলাদেশের জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে আল কায়েদা নেটওয়ার্কের যোগাযোগেরও প্রমাণ রয়েছে৷ আর জেএমবিও দেশের বাইরে থেকে অর্থ এবং অন্যান্য সমর্থন পাচ্ছে৷

তার মতে, জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমানকে গ্রেফতারের পর বাংলাদেশে জঙ্গী তৎপরতা বন্ধ হওয়ার সম্ভাবনা কম৷ কারণ বাইরের সহায়তা ও সমর্থন বন্ধ হচ্ছে না৷ নতুন নেতৃত্বে জঙ্গিরা সংগঠিত হবে৷

অন্যদিকে মাওলানা সাইদুর রহমানকে রিমান্ডে নিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন৷ তিনি জঙ্গীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন