1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে এখন আর জঙ্গি তৎপরতা নেই: ড. আকমল হোসেন

৭ অক্টোবর ২০১১

আফগান প্রেসিডেন্ট হামিদ কারাজাই-এর হত্যা পরিকল্পনায় এক বাংলাদেশি জড়িত থাকার কথা দেশটির গোয়েন্দা সংস্থা বললেও, বাংলাদেশের কাছে এহেন কোনো তথ্য নেই৷ জানান ব়্যাবের মিডিয়া এবং লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ৷

https://p.dw.com/p/12nj4
কারজাইকে হত্যার ষড়যন্ত্র চলছিলছবি: dapd

হামিদ কারাজাইকে হত্যা পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে আফগান গোয়েন্দা সংস্থা ছয়জন জঙ্গিকে গ্রেফতার করার পর, জানিয়েছে যে ঐ পরিকল্পনার সঙ্গে এক বাংলাদেশি নাগরিক জড়িত ছিল৷ আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি'র মুখপাত্র লুৎফুল্লাহ মাশাল সংবাদ সম্মেলেনে জানান, গ্রেফতারকৃত ঐ ছয় জঙ্গি, আল-কায়েদা এবং হাক্কানী নেটওয়ার্কের তিনজন ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন৷ তাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন৷ অবশ্য ঐ বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি এখনও৷ তারা হামিদ কারজাইকে হত্যা ছাড়াও, রাজধানী কাবুলে হামলার পরিকল্পনা করছিল বলে জানা গেছে৷ বাংলাদেশের এলিট ফোর্স ব়্যাবের মিডিয়া এবং লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ জানিয়েছেন, এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই৷ তাঁর মতে, জঙ্গিরা পরিচয় গোপন করতে নানা দেশের পাসপোর্ট ব্যবহার করে৷ তাই এক্ষেত্রেও তেমন কিছু হতে পারে৷

Karzai Attentat Anschlag Planung Taliban 2011
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা ডাইরেক্টরেট’এর মুখপাত্র লুৎফুল্লাহ মাশাল এই ষড়যন্ত্রের কথা প্রকাশ করেনছবি: picture-alliance/dpa

কমান্ডার সোহাইল বলেন, বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার তেমন কোনো সুযোগ নেই ৷ কারণ গত ৩ বছরে জঙ্গিদের মূল শক্তি ধ্বংস করে দেয়া হয়েছে৷ আর তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিদের যোগাযোগও এখন তেমন স্পষ্ট নয়৷

এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক প্রফেসর ড. আকমল হোসেন মনে করেন, বাংলাদেশি কোনো নাগরিক যদি আফগান প্রেসিডেন্টের হত্যা পরিকল্পনায় জড়িতও থেকে, তাহলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নয়৷ একে কোনোভাবেই বাংলাদেশের জঙ্গি তৎপরতার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই৷

ব়্যাবের মতো ড. আকমলও মনে করেন যে, বাংলাদেশে জঙ্গি তৎপরতা এখন আর তেমন নেই৷ বাংলাদেশের জঙ্গিরা এখন বড় ধরনের কোনো নাশকতা বা হামলার ক্ষমতা রাখেনা, বলেন ড. আকমল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য