1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে অ্যাসিড হামলা হ্রাস পেয়েছে

২১ অক্টোবর ২০১১

অ্যাসিড নিক্ষেপের ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়৷ গত কয়েক বছর আগে পর্যন্তও প্রতি বছর অন্তত ৫০০ মেয়ে অ্যাসিড হামলার শিকার হত৷ গত বছর তা তুলনামূলকভাবে অনেক কমেছে৷ এর মূলে রয়েছে আইনের শাসন৷

https://p.dw.com/p/12w7s
অ্যাসিড হামলার শিকার এক নারীছবি: AP

ঢাকাস্থ অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান জানালেন, এখন প্রতি বছর ২০০ বেশি অ্যাসিড হামলার ঘটনা ঘটছে না৷ তিনি আরো জানান, ‘‘আগের চেয়ে হামলার ঘটনা অনেক কমেছে৷ কঠোর আইনের কারণেই এমনটি হচ্ছে৷ আমাদের জরিপ অনুযায়ী আমরা প্রতি বছর প্রায় দুশো নারীকে অ্যাসিড হামলার শিকার হতে দেখি৷''

গত বছর এই সংখ্যাটি ছিল প্রায় ২৫৮৷ এ বছর ইতিমধ্যেই তা দুশোতে পৌঁছেছে৷ মনিরা বলেন, ‘‘আমরা বলতে পারি যে হামলার সংখ্যা আগের চেয়ে হ্রাস পেয়েছে৷ আমরা আগে প্রাতি বছর প্রায় ৫০০ জনকে অ্যাসিড হামলার শিকার হতে দেখেছি৷ সেই অনুপাতে যখন এটা দুশোতে নেমে এসেছে এর অর্থ হল হামলা অবশ্যই কমেছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান