1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে অনির্দিষ্ট কালের জন্য নৌ ধর্মঘট

১৬ মার্চ ২০১০

সারাদেশে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে৷ দেশের ৪৬টি নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে৷ বন্ধ রয়েছে পণ্য খালাসের কাজ৷ যা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে৷

https://p.dw.com/p/MUTF
ফাইল ফটোছবি: AP

মধ্যরাত থেকেই দেশের সব নৌরুটে ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকরা৷ এর আগে সোমবার দিনভর শ্রমিক, মালিক ও সরকারের নীতিনির্ধারকদের ত্রিপক্ষীয় বৈঠক ব্যর্থ হয়৷ সাধারণ যাত্রীরা এ খবর জানতেন না৷ আর কাউন্টারেও টিকেট বিক্রি চলছিল৷ কিন্তু কোন যাত্রীই সকালে ঢাকার সদরঘাটে গিয়ে লঞ্চ পাননি৷ যেতে পারেননি গন্তব্যে৷ ধর্মঘট ডেকেও কেন টিকেট বিক্রি করা হল এর সদুত্তর পাননি যাত্রীরা৷

নৌযান শ্রমিকরা ২২ দফা দাবিতে এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন৷ এরমধ্যে ২টি প্রধান দাবি হল শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৪হাজার ৬শ‘ টাকা ধার্য করা এবং চাকরী স্থায়ী করা৷ তাদের দাবি দু‘বার প্রতিশ্রুতি দিয়েও মালিক পক্ষ তাদের বেতন বাড়াননি৷

মঙ্গলবার বিকেলে লঞ্চ মালিকরা সংবাদ সম্মেলনে অবশ্য শ্রমিকদের এই দাবি প্রত্যাখান করা হয়েছে৷ মালিক সমিতির সভাপতি মাহবুবউদ্দিন দাবি করেছেন, তাদের ঠিকমত বেতন দেয়া হচ্ছে৷

নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান শ্রমিকদের এই ধর্মঘটকে অবৈধ উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহবান জানিয়েছেন৷

ধর্মঘটের কারণে দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধের পাশাপাশি নদী ও সমুদ্র বন্দরের কাজও বন্ধ রয়েছে৷ যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনও খালাস বন্ধ রয়েছে৷ ফলে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশংকা করছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক