1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্দি প্রত্যর্পণ চুক্তি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ জানুয়ারি ২০১৩

চুক্তি সই করতে বাংলাদেশে আনছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী৷ আইনজ্ঞরা ডয়চে ভেলেকে জানান, এই চুক্তির ভালো দিক হলো যে, কোনো দেশের নাগরিক প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে নিজ দেশের বিরুদ্ধে কাজ করতে পাবেনা৷

https://p.dw.com/p/17RQq
ছবি: AFP/Getty Images

ভারতের মন্ত্রিসভা বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তির খসড়া অনুমোদন করেছে৷ তার পরদিন শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি চুক্তি সই হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর দিনক্ষণই জানিয়ে দিলেন৷ বললেন চুক্তি সই হবে ২৯শে জানুয়ারি৷

জানা গেছে, এই চুক্তি সইয়ের জন্য ২৮শে জানুয়ারি দু'দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে৷ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷ বন্দি প্রত্যর্পণ চুক্তি সই ছাড়াও দু'দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন৷

Bangladesch feiert Unabhängigkeitstag
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি স ম রেজাউল করিম ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ হওয়ায় এই চুক্তিটি দুই দেশের জন্যই গুরুত্বর্পূণ৷ কারণ এর মাধ্যমে দুই দেশ প্রতিবেশী দেশে তাদের আটক অপরাধীদের বিনিময় করতে পারবে৷ শুধু তাই নয়, এই চুক্তি হলে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে নিজ দেশের বিরুদ্ধে কেউ কাজ করতে পারবেনা৷ তিনি মনে করেন, বাংলাদেশের উচিত হবে ধীরে ধীরে বিশ্বের আরো অনেক দেশের সঙ্গে এই চুক্তি করা৷

বন্দি প্রত্যর্পণ চুক্তি সই হলে ভারত বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াসহ যদি কোনো বিচ্ছিন্নতাবাদী এখানে লুকিয়ে থাকে তাদের ফেরত পাবে৷ আর বাংলাদেশ ভারতে আটক বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের ফেরত পাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য