1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নাজুক’

১ জানুয়ারি ২০১২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নাজুক বলে মূল্যায়ন করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র৷ তাদের বার্ষিক প্রতিবদনে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেনি৷ উল্টো খুন-গুমের মতো নতুন ধারা চালু হয়েছে, যা উদ্বেগজনক৷

https://p.dw.com/p/13cYY
Bangladeshi riot police kick a protestor before arresting him during a protest in Dhaka, Bangladesh, Sunday, Jan. 7, 2007. Riot police used batons and tear gas Sunday to disperse thousands of stick-wielding and stone-throwing protesters in the Bangladeshi capital demanding electoral reforms and a postponement of the Jan. 22 polls. (AP Photo/Pavel Rahman)
এভাবে মানবাধিকার পদদলিত হচ্ছে প্রতিনিয়ত (ফাইল ছবি)ছবি: AP

আইন ও শালিস কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ১০০ টি৷ রাজনৈতিক সংঘাতে ৫৮ জন, সীমান্ত সংঘাতে ১৫৫ জন এবং যৌতুকের কারণে ৫০২ জন নিহত হয়েছে৷ এই সময়ে এসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে ৬২টি, ধর্ষণ এবং যৌন হয়রানি ৯৯৭টি, শালিসি ও ফতোয়া ৫৯ টি এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে ৩০৪ টি৷

Bangladeshi protestors throw bricks during a clash with riot police, during a protest in Dhaka, Bangladesh, Sunday, Jan. 7, 2007. Riot police used batons and tear gas Sunday to disperse thousands of stick-wielding and stone-throwing protesters in the Bangladeshi capital demanding electoral reforms and a postponement of the Jan. 22 polls. (AP Photo/Pavel Rahman)
পুলিশের বিরুদ্ধে জনতার সহিংস বিক্ষোভ (ফাইল ছবি)ছবি: AP

প্রতিবেদন প্রকাশের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনা কমেনি৷ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তাদের হাতে নির্যাতিত হয়েছে, যা উদ্বেগজনক৷ তিনি বলেন, ‘‘সীমান্তে হত্যা বন্ধে সরকার কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি৷''

সুলতানা কামাল বলেন, ‘‘যুদ্ধাপরাধের বিচার করতে হবে দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে৷ আর এই বিচারে আরো গতি আনতে হবে৷'' তিনি আরো বলেন, ‘‘সরকার মানবাধিকার রক্ষায় একটি কমিশন গঠন করলেও তা এখনো মুক্ত চিন্তা চেতনায় কাজ করতে পারছে না৷''

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য