1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের প্রসঙ্গ জার্মান পত্রিকায়

১২ জুলাই ২০১০

সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মীদের সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভের খবর দিয়েছে বাম ঘরানার দৈনিক ‘‘নয়েস ডয়েচলান্ড’’৷

https://p.dw.com/p/OGhL
পোশাক শ্রমিকদের বিক্ষোভছবি: AP

পত্রিকা মনে করে, সর্বনিম্ন যে মজুরি পান কর্মীরা, তা সসম্মানে জীবন চালানোর জন্য যথেষ্ট নয়৷

পত্রিকা লিখছে:

পোশাক শিল্পের কর্মীদের অধিকাংশই হলেন নারী এবং তাদের অবস্থাটা আগের চেয়ে ভিন্ন৷ দক্ষিণ এশিয়ার এই দেশের কারখানায় তৈরি পোশাক কেনে যেসব কোম্পানি, তাদের কেউ কেউ কর্মীদের সমর্থনে এগিয়ে এসেছে৷ লেভি স্ট্রাউস অথবা ফরাসি সুপারমার্কেট চেইন কারফুর-এর মত সংস্থা বছরের গোড়াতেই সর্বনিম্ন মজুরি বাড়ানোর পক্ষে মত দিয়েছে৷ ২০০৬ সাল থেকে এই মজুরির অঙ্ক মাসে ১৬৬২ টাকা ৫০ পয়সা৷ যাকিনা মোটামুটি ১৯ ইউরোর সমান৷ তা দিয়ে চল্লিশ লাখের মত পোশাককর্মীর পরিবারদের পক্ষে মৌলিক প্রয়োজনগুলো মেটানোই আর সম্ভব হচ্ছে না৷ কেননা বিগত বছরগুলোতে খাবার আর বিদ্যুতের দাম লক্ষ্যণীয়ভাবে বেড়েছে৷ এই সত্যটি সম্পর্কে সরকার নিজেও আর দ্বিমত পোষণ করে না৷ জুলাই মাস শেষ হবার আগে নতুন করে সর্বনিম্ন মজুরি বেঁধে দেয়ার কথা ঘোষণা করেছে সরকার৷

কর্মীদের প্রতিবাদের প্রসঙ্গ তুলে ‘‘নয়েস ডয়েচলান্ড'' আরও লিখছে:

সর্বনিম্ন ৫০০০ টাকা মজুরির দাবি নিয়ে সক্রিয় হয় শ্রমিক ইউনিয়নগুলো৷ এই মজুরি তিনগুন বাড়ানোর দাবি বাস্তবসম্মত নয় বলেই মনে হয়৷ তবে এ নিয়ে কোন মতভেদ নেই যে তৈরি পোশাক শিল্পের কর্মীরা বহু দশক ধরেই কম মজুরি পাচ্ছেন৷ রীতিমত চাপের মুখে থেকেছেন তাঁরা৷ বিগত দিনগুলিতে সরকার পোশাক নির্মাণ সংস্থাগুলোকে আরও বেশি নমনীয় হবার ডাক দেয়ার পর বেসরকারি সংস্থাগুলো আশা করছে, একটা সমঝোতা হয়ত হয়ে যাবে৷ সর্বনিম্ন মজুরি ৩৫০০ টাকায় বেঁধে দেয়া হতে পারে৷ ... শ্রমিক ইউনিয়ন, মানবাধিকার ও কাজের অধিকারের পক্ষে সক্রিয় সংগঠনের একটি আন্তর্জাতিক জোট উত্তর গোলার্ধের বাণিজ্যিক ও ব্র্যান্ড নামধারী কোম্পানিগুলোকে কর্মীদের জীবনধারণের নিশ্চয়তা দেবে এমন মজুরি বেঁধে দেয়ার জন্য তৈরি পোশাক সরবরাহকারীদের ওপর চাপ প্রয়োগেরআহ্বান জানিয়েছে৷

ভাষান্তর: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ