1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের প্রথম স্বর্ণপদক এলো ভারোত্তোলনে

১ ফেব্রুয়ারি ২০১০

১১তম এসএ গেমসে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জয় করেছেন ভারোত্তোলক হামিদুল ইসলাম৷ ভারোত্তোলন প্রতিযোগিতার ৭৭ কেজি ওজন শ্রেণীতে হামিদুল নিজ দেশের পক্ষে প্রথম স্বর্ণ জয় করেন৷

https://p.dw.com/p/Loiy
ভারোত্তোলক হামিদুল ইসলামছবি: AP

এই ইভেন্টে রৌপ্য জয় করেছেন বাংলাদেশেরই মনোরঞ্জন রায়৷ আর তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছেন আফগানিস্তানের ভারোত্তোলক মোহাম্মদ মোস্তফা৷

বাংলাদেশের হামিদুল ইসলাম স্ন্যাচে ১১৯ কেজি এবং কিন অ্যান্ড জার্কিং এ ১৪৮ কেজি ভারোত্তোলন করে এই স্বর্ণপদক জয় করেন৷ রৌপ্য অর্জনকারী মনোরঞ্জন স্ন্যাচে ১২০ কেজি এবং কিন অ্যান্ড জার্কিং এ ১৪৫ কেজি উত্তোলন করে রৌপ্যপদক লাভ করেন৷ এই ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ মোস্তফা৷

এসএ গেমসের তৃতীয় দিন হয়ে গেলেও বাংলাদেশ স্বাগতিক হিসেবে সবারই প্রত্যাশা ছিল স্বর্ণপদকের৷ কিন্তু তা হয়ে উঠছিল না৷ রবিবার ভারোত্তোলনেই স্বর্ণপদক হাত ছাড়া করেন বাংলাদেশের একরামুল হক৷ তিনি স্ন্যাচে ১০২ পয়েন্ট তুলেও কিন অ্যান্ড জার্ক করতে গিয়ে তা হাত ফসকে পড়ে যান৷ কাল তাঁকে স্বর্ণের পরিবর্তে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়৷ ইতিমধ্যে ১১তম এসএ গেমসে বাংলাদেশ ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ মোট ৭টি পদক নিয়ে ৪র্থ স্থানে রয়েছে৷ পদক প্রাপ্তিতে প্রথম স্থানে ভারত, দ্বিতীয় স্থানে শ্রীলংকা এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান৷

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: সঞ্জীব বর্মন