1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

আরাফাতুল ইসলাম (ডিপিএ, এএফপি, ইইউ)২১ ডিসেম্বর ২০১৩

আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এক বিবৃতিতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানিয়েছেন একথা৷ এদিকে নির্বাচনের সময় সেনা মোতায়েন করা হচ্ছে৷

https://p.dw.com/p/1AeBC
Catherine Ashton PK nach Treffen mit Javad Zarif Außenminister Iran
ছবি: Reuters

বাংলাদেশে আগামী পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে ছাড়াই নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন৷ এমতাবস্থায় আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানিয়েছেন, ‘‘বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি স্থগিত করা হয়েছে৷''

অ্যাশটন মনে করেন, রাজনৈতিক দলগুলো ‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য' নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে৷ তবে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হলে সিদ্ধান্ত বদলাতেও পারে ইইউ৷

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘৫ জানুয়ারি যে ১৪৬টি আসনে নির্বাচন হবে সেখানে সরকার চেষ্টা করবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মেরে কেটে ৮০ ভাগের বেশি ভোটার হাজির করার৷ এর মাধ্যমে বিদেশিদের দেখানোর চেষ্টা করা হবে যে, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল৷ কিন্তু এই নির্বাচন কোনোভাবেই দেশবাসী বা বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হবে না৷''

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ শুক্রবার ঢাকায় এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ তথ্য জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য