1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশেও চাই কেজরিওয়াল

২ জানুয়ারি ২০১৪

বাংলাদেশে চলছে অস্থিরতা, সহিংসতা৷ কে পারেন এ অবস্থা থেকে মুক্তি দিতে? কয়েক দিন ধরে অনেকেই আফসোস করে বলছেন, ‘আমাদেরও যদি একজন কেজরিওয়াল থাকতো!' সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে এ নিয়ে লেখালেখি৷

https://p.dw.com/p/1AkRZ
Arvind Kejriwal Indien Ministerpräsident Vereidigung
ছবি: RAVEENDRAN/AFP/Getty Images

ভারতের রাজনীতিতে অনেকটা ধূমকেতুর মতোই আগমন ঘটেছে অরবিন্দ কেজরিওয়ালের৷ দেশ থেকে দুর্নীতি নির্মূল করার আন্দোলনে শরিক হওয়ার পরই ভারতবাসী প্রথম তাঁর নাম শুনেছিল৷ দু বছর না যেতেই সেই মানুষ প্রবলভাবে নাড়িয়ে দিয়েছেন ভারতের রাজনীতিকে৷ সাধারণ মানুষদের জন্য ‘আম আদমি পার্টি' নামে একটা দল গড়ে নেমে পড়েছিলেন দিল্লির বিধানসভা নির্বাচনে৷ ক্ষমতাসীন কংগ্রেস আর প্রধান বিরোধী দল বিজেপি থাকতে আম আদমি পার্টি ভোটে বিশেষ সুবিধা করতে পারবে, এমন আশা খুব কম লোকই করেছিলেন৷ অথচ দিল্লি বিধানসভা নির্বাচন থেকে এলো অভাবনীয় ফলাফল৷ নির্বাচনে তাঁর দল এতটা জনসমর্থন পেয়েছে যে ক'দিন আগেও যিনি ছিলেন অখ্যাত, অতি সাধারণ, সেই অরবিন্দ কেজরিওয়ালই এখন দিল্লির মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশে কি এমন কারো পক্ষে উঠে আসা সম্ভব? ঠিক এই প্রশ্নকে সামনে রেখেই সামহয়্যার ইন ব্লগে একটি লেখা লিখেছেন আজমান আন্দালিব৷ লেখার শিরোনাম, ‘বাংলাদেশে একজন কেজরিওয়ালের আগমন সম্ভাবনা'৷

আজমান আন্দালিবও মনে করেন, দেশকে দুর্নীতি এবং রাজনৈতিক হানাহানি থেকে মুক্ত করার জন্য একজন কেজরিওয়াল দরকার৷ কিন্তু বাংলাদেশে কেউ চাইলেই কি পারবেন হঠাৎ করে রাজনীতিতে এসে এমন আলোড়ন তুলতে? ব্লগার আন্দালিব লিখেছেন ছয়টি কারণে সেটা সম্ভব নয়৷

তাই লেখা পড়ে সবার হতাশই হওয়ার কথা৷ কিন্তু সুদিনের আশা কি কখনো ছেড়ে দিতে হয়? ছেড়ে দেয়া যায়? আজমান আন্দালিবও আশা ছাড়েননি৷ শেষে সবাইকেই কেজরিওয়াল বা আন্না হাজারের মতো এগিয়ে আসার কাজে উৎসাহিত করতে তিনি লিখেছেন, ‘‘আপনাকেই এগিয়ে আসতে হবে৷ একটা ধারা সৃষ্টি করা দরকার৷ একজন আন্না হাজারে এবং কয়েকজন কেজরিওয়াল বাংলাদেশের জন্য খুবই দরকার৷ ''

সংকলন : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য