1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশী নারীর ব্রিটেন জয়

৮ মে ২০১০

ব্রিটেনের ইতিহাসে এবারই প্রথম কোন বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন৷ তাঁর নাম রুশনারা আলী৷ এদিকে, বাংলাদেশে আজ পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিন৷ রয়েছে নৌ পরিবহন ধর্মঘটের খবর৷ লাশ নিয়ে টানাটানি চলছে সিলেটে৷

https://p.dw.com/p/NJ76
বাংলাদেশের সংবাদমাধ্যমে মূল আলোচনা ব্রিটেনের নির্বাচনছবি: AP Graphics

‘ইতিহাস গড়লেন রুশনারা'

আজকে বাংলাদেশের সংবাদপত্রগুলোর মূল আলোচনা ব্রিটেনের নির্বাচন নিয়ে৷ দেশটির ইতিহাসে এই প্রথম একজন বাঙালি এমপি নির্বাচিত হয়েছেন৷ খবরটি বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে অধিকাংশ জাতীয় দৈনিক৷ বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম-এর প্রধান শিরোনাম, ‘ব্রিটেনে প্রথম বাঙালি এমপি রুশনারা'৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘ইতিহাস গড়লেন রুশনারা'৷

কবিগুরুর জন্মবার্ষিকী

জাতীয় দৈনিকগুলো আজকে রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবনী প্রকাশ করেছে৷ এসব লেখনীতে কবিগুরুর নোবেল জয় থেকে শুরু করে নাইট উপাধি প্রত্যাখ্যান, এবং মৃত্যুর কিছুকাল আগে লেখা ‘সভ্যতার সংকট' প্রবন্ধসহ নানা বিষয় উঠে এসেছে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘তোমারই চেতনার রঙে পান্না হল সবুজ'৷ এছাড়া, কবিগুরুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান এবং নাটকের বিশদ বিবরণ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক৷

নৌ পরিবহন ধর্মঘট

দৈনিক কালের কন্ঠ এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘নৌ ধর্মঘট : সদরঘাটে দুই দল শ্রমিকের সংঘর্ষ'৷ পত্রিকাটির দাবি, নৌ শ্রমিকদের মজুরি ৩০০ শতাংশ বাড়ানোসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডাকা হয়েছে৷ এর আগে গত মার্চে ধর্মঘট করেছিলেন নৌ শ্রমিকরা৷ কিন্তু তারপরও তাদের দাবি পূরণ না হওয়ায় এই আন্দোলন৷

লাশ নিয়ে টানাটানি

গত বৃহস্পতিবার সিলেটে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে৷ এবং এতে আহত হয় মারা যায় এক যুবক৷ এখন বিএনপির দুই পক্ষই দাবি করছে, লাশটি তাদের৷ তবে, নিহতের পরিবার বলছি, করিম উল্লা ব্যবসায়ী ছিলেন৷ কোন রাজনৈতিক কর্মী নয়৷ দৈনিক যুগান্তর জানিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী